IND vs NZ: অনুশীলনে এক ভিন্ন ভূমিকায় হেড কোচ রাহুল দ্রাবিড়! ভিডিও মুহূর্তেই ভাইরাল

IND vs NZ: অনুশীলনে এক ভিন্ন ভূমিকায় হেড কোচ রাহুল দ্রাবিড়! ভিডিও মুহূর্তেই ভাইরাল
IND vs NZ: অনুশীলনে এক ভিন্ন ভূমিকায় হেড কোচ রাহুল দ্রাবিড়! ভিডিও মুহূর্তেই ভাইরাল

সদ্য ভারতীয় ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব উঠেছে তাঁর হাতে। আর প্রথমবার পূর্ণ সময়ের হেড কোচ হিসেবে দুর্দান্ত শুরু করেছেন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়েই টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে ভারতীয় দল৷ এবার সামনে আরও বড় পরীক্ষা। আগামীকাল থেকেই শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। তার আগেই অনুশীলনে ভিন্ন ভূমিকায় দেখা গেল কোচ দ্রাবিড়কে৷

বৃহস্পতিবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে খেলতে নামার আগে দলের ব্যাটারদের অনুশীলনে সাহায্য করার জন্য নিজেই বল হাতে তুলে দিলেন কোচ দ্রাবিড়। নেটে অজিঙ্ক্য রাহানে-চেতেশ্বর পূজারাদের অফ স্পিন বলও করলেন। দ্রাবিড়ের বোলিংয়ে শট খেলে অনুশীলন করলেন ভারতীয় ব্যাটাররা। রাহুলের কোচিংয়ের সেই মুহূর্তের ভিডিও ট্যুইটারে শেয়ার করেছে বিসিসিআই। আর তারপরই নিমেষে মধ্যেই তা ভাইরাল হয়ে উঠেছে।

আসলে টি-২০ সিরিজ জিতলেও আসল বড় পরীক্ষা হল টেস্ট সিরিজ। তাই দলের অনুশীলনে কোনও ফাঁক রাখতে চাইছেন না দ্রাবিড়। বুধবার তাই নেটে নিজেই নেমে পড়লেন বল হাতে। অফ স্পিন বোলিং করে ব্যাটারদের শট খেলতে সাহায্য করলেন। শুধু তা-ই নয়, অনুশীলনে সবার দিকেই কড়া নজর ছিল তাঁর। কখনও কে ঠিক কোন শট ভালো খেলছে, কার পা কোন পজিশনে থাকছে সব খুঁটিয়ে দেখেন তিনি। আজ, কানপুর টেস্টে সব রকম প্রস্তুতি সেরেই দলকে মাঠে নামাতে দৃঢ় প্রতিজ্ঞ দ্রাবিড়।

প্রসঙ্গত, টেস্ট স্পেশালিস্ট ব্যাটার হিসেবে বিশ্বজোড়া খ্যাতি হলেও দলের প্রয়োজনে এর আগেও বহুবার স্পিন বোলিং করতে দেখা গিয়েছে দ্রাবিড়কে। শুধু বোলিং করাই নয়, উইকেটও হাসিল করেছেন বহুবার। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রাবিড়ের উইকেটের সংখ্যা পাঁচ। এরমধ্যে টেস্টে ১টি উইকেট নেওয়ার পাশাপাশি ওয়ানডে-তে নিয়েছেন চার উইকেট। এমনকি সৌরভ গাঙ্গুলি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন থাকাকালীন উইকেটের পিছনেও বেশ কয়েকবার দেখা গিয়েছে ‘দ্য ওয়াল’কে। উইকেট কিপিং-য়েও সমান দক্ষ ছিলেন তিনি। এবার কোচ হিসেবে জীবনের নতুন ইনিংসেও ভিন্ন ভিন্ন ভূমিকায় নিজেকে মেলে ধরছেন দ্রাবিড়।