বুধবার, ০৮ মে, ২০২৪

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় রানের লিড নিল ইংল্যান্ড! শামির ৪ উইকেট, লড়াই জারি টিম ইন্ডিয়ার

০৬:০৭ পিএম, আগস্ট ২৭, ২০২১

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় রানের লিড নিল ইংল্যান্ড! শামির ৪ উইকেট, লড়াই জারি টিম ইন্ডিয়ার

হেডিংলেতে তৃতীয় টেস্টে ভারতের সামনে কার্যত রানের পাহাড় খাড়া করল টিম ইংল্যান্ড। টেস্টের তৃতীয় দিনে এসে ইংল্যান্ডের প্রথম ইনিংস থামল ৪৩২ রানে। ভারতের বিরুদ্ধে ৩৫৪ রানের লিড নিলেন রুট বাহিনী। ফলে ভারতের জেতার আশা আরও কঠিন হয়ে গেল। তবে জেতার সম্ভাবনা ক্ষীণ হলেও এতো সহজে লড়াই ছাড়তে রাজি নয় টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে পাল্টা চ্যালেঞ্জ দিতে প্রস্তুত 'কোহলি অ্যান্ড কোং'। ইতিমধ্যেই অ্যান্ডারসনদের আগুনে বোলিং সামলাতে মাঠে নেমে পড়েছে ভারতীয় দল।

লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৫১ রানে বড় জয় পেয়ে আত্মবিশ্বাস ভরপুর টিম ইন্ডিয়া নেমেছিল হেডিংলেতে। তবে প্রথম ইনিংসেই লজ্জার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা। মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার রোরি বার্নস(৬১) ও হাসিব হামিদ(৬৮) হাফ সেঞ্চুরি করেন। এরপর অধিনায়ক রুটের সেঞ্চুরি এবং দাউইদ মালানের দুরন্ত হাফ সেঞ্চুরির উপর ভর করে স্কোর বোর্ডে বড় রান তুলে ফেলেন ইংরেজরা।

[caption id="attachment_28782" align="alignnone" width="1280"]তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় রানের লিড নিল ইংল্যান্ড! শামির ৪ উইকেট, লড়াই জারি টিম ইন্ডিয়ার তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় রানের লিড নিল ইংল্যান্ড! শামির ৪ উইকেট, লড়াই জারি টিম ইন্ডিয়ার[/caption]

১২১ রানের ঝকঝকে এক ইনিংস খেলা রুটকে অবশেষে থামান বুমরাহ। ৭০ রান করে মালান আউট হন। তাঁকে ফেরান সিরাজ। এরপর আর কোনও ব্যাটসম্যানই তেমন দাঁড়াতে পারেননি। এদিন বল হাতে ভারতের সবচেয়ে সফল বোলার মহম্মদ শামি। ওপেনার বার্নসকে ফেরানোর পর এদিন বেয়ারস্টো, বাটলার, ওভারটনকে আউট করলেন তিনি। মোট ৪ উইকেট পান শামি। অন্য বোলারদের মধ্যে বুমরাহ, সিরাজ ও জাদেজা দুটি করে উইকেট পান। তবে ইশান্ত শর্মা কোনও উইকেট পাননি।

https://twitter.com/ICC/status/1431199881008386052?s=20

লিডসে আপাতত ব্যাট করতে নেমেছে ভারতীয় দল। তৃতীয় দিন লাঞ্চের আগে অবধি ভারতের স্কোর ১ উইকেটে ৩৪। ওপেন করতে নেমে মাত্র ৫ রানেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান কে এল রাহুল। এখন ক্রিজে অপরাজিত রয়েছেন রোহিত শর্মা(২৫)। লড়াই চালাচ্ছে ভারত।