মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

নির্বিঘ্নে কাটল না উল্টো রথ! ওড়িশায় বিভিন্ন জায়গায় মৃত ৩

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ০৬:৩৫ পিএম | আপডেট: জুন ২৯, ২০২৩, ০২:৩৫ পিএম

নির্বিঘ্নে কাটল না উল্টো রথ! ওড়িশায় বিভিন্ন জায়গায় মৃত ৩
নির্বিঘ্নে কাটল না উল্টো রথ! ওড়িশায় বিভিন্ন জায়গায় মৃত ৩

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ নির্বিঘ্নে কাটল না এবারের উল্টোরথ। বুধবারই ত্রিপুরায় উল্টোরথে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এবার এদিন ওড়িশা পুলিশের তরফে জানানো হল যে, আলাদা আলাদা ঘটনায় উল্টোরথ যাত্রার দিন ওড়িশার বিভিন্ন জায়গায় মত ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ৮ জন।

মৃতরা তিন জন হলেন যুগল কিশোর বারিক (৪৫), বরুন গিরি (৫০) এবং বিশ্বনাথ নায়ক (২২)। এই তিনজনেরই মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। প্রথম দুজন কেওনঝার জেলার বাসিন্দা এবং তৃতীয় জন কোরাপুটের। এদিকে, কোরাপুটের ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি ২ জন আহতও হয়েছেন। সূত্রের খবর, ওভারহেড বিদ্যুতের তারের সঙ্গে রথগুলির ছোঁয়া লেগেছিল। আর মৃত ব্যক্তিরা প্রত্যেকেই সেই সময় রথের দড়ি ধরেছিলেন। তাতেই বিদ্যুৎপৃষ্ট হন তাঁরা। আবার পুরীতে রথের দড়ি ছিঁড়ে এক পুলিশকর্মী- সহ ৬ জন আহত হয়েছেন। তাঁদের প্রত্যেকেই জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, এই হতাহতের ঘটনার জন্য ওড়িশা রথযাত্রা কমিটি বিদ্যুৎ বিতরণ সংস্থাকে দায়ী করেছে। কোরাপুট সদর থানায় বিদ্যুৎ বিতরণ সংস্থার বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। রথযাত্রা কমিটির দাবি, বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে আলোচনা করে, উল্টোরথের দিন যখন রথ টানার সময় সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আদতে কার্যক্ষেত্রে তা করেনি সংস্থাটি। আর তাই যে রথগুলি ওভারহেড বিদ্যুতের তারের সংস্পর্শে এসেছে, সেগুলি দুর্ঘটনার কবলে পড়েছে। এই বিষয়ে কোরাপুট সদর থানার ইন্সপেক্টর-ইন-চার্জ কিরণবালা সমল বলেছেন, “তদন্ত চলছে। কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটল আমরা তা খতিয়ে দেখব। সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, বুধবার, ত্রিপুরার উনকোটি জেলাতেও একটি ওভারহেড হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে একটি রথের ছোঁয়া লাগায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ওই ঘটনায় আরও ১৬ জন আহত হন। পুলিশ জানিয়েছে, রথটি ছিল লোহার তৈরি। ওভারহেড তারটির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে, রথের ধাতব কাঠামোর মাধ্যমে হাইভোল্টেজ বিদ্যুৎ তরঙ্গ বয়ে যায়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছিল। পরে আরও কয়েকজনের মৃত্যুর খবর মেলে। আহতদের এক নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁরা চিকিৎসাধীন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ওই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবেন বলে ঘোষণা করেছেন। আর আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা করে।