মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

উল্টোরথে বিপত্তি! ত্রিপুরায় রথের চূড়ায় বিদ্যুতের তার লেগে আগুন, মৃত একাধিক

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২৮, ২০২৩, ০৮:৫৩ পিএম | আপডেট: জুন ২৮, ২০২৩, ০৪:৫৩ পিএম

উল্টোরথে বিপত্তি! ত্রিপুরায় রথের চূড়ায় বিদ্যুতের তার লেগে আগুন, মৃত একাধিক
উল্টোরথে বিপত্তি! ত্রিপুরায় রথের চূড়ায় বিদ্যুতের তার লেগে আগুন, মৃত একাধিক

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ গোটা দেশ উল্টোরথ যাত্রা উৎসব উপলক্ষে আনন্দে মেতেছে। তার মধ্যেই ঘটে গেল অঘটন। ত্রিপুরায় উল্টোরথ যাত্রা উৎসবে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে উল্টোরথ যাত্রার সময়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। পাশাপাশি এখনও পর্যন্ত এই ঘটনায় আহত হয়েছেন কম আশনপক্ষে ১৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাট এলাকায়। ঘটনাস্থলে যাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই ঘটনা প্রসঙ্গে ত্রিপুরার পুলিশ এবং প্রসাসনের তরফে আধিকারিকরা জানিয়েছেন যে, ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে বুধবার বিকাল ৪টে নাগাদ উল্টোরথ যাত্রার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রথ টানার সময় সেটির চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তট কোনোভাবে স্পর্শ করলে রথটিতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। তবে, সন্ধে সাড়ে ৭ টা পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। মৃতদের মধ্যে বেশ কিছু মহিলা এবং শিশুও রয়েছে।

দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, উল্টোরথ যাত্রা উপলক্ষে প্রচুর দর্শনার্থী কুমারঘাটে জড়ো হয়েছিলেন। প্রায় হাজারেরও বেশি মানুষ লোহার তৈরি ওই রথের দড়ি ধরে টানছিলেন। তখনই ১৩৩ কিলো ভোল্টের বৈদ্যুতিক তার রথের চূড়া স্পর্শ করে এবং তার জেরেই এই বিপত্তি ঘটে বলে সূত্রের খবর।

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। টুইটারে তিনি লেখেন, ‘‘কুমারঘাটে উল্টোরথ টানার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েক জন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। অনেকে আহতও হয়েছেন। এই ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে রাজ্য সরকার নিহত এবং আহতদের পাশে দাঁড়াবে।’’

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (আইন শৃঙ্খলা) জ্যোতিস্মান দাস চৌধুরী জানান, কোনও কারণে তারের সংস্পর্শে চলে আসে রথটি। তাতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, এদিন সকাল থেকেই ওই এলাকাতে ভারী বৃষ্টি হয়। তবে, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই এদিন উল্টোরথ যাত্রায় অংশ নেন কয়েক হাজার বাসিন্দা।

উল্লেখ্য, স্থানীয়দের দাবি, রথযাত্রার আগে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার কথা। কিন্তু তা করা হয়নি। এক প্রত্যক্ষদর্শী জানান, তাঁরা সেখানে রথের দিকে এগিয়ে যাচ্ছিলেন। সেই সময়েই হঠাৎই রথটি ওপরে থাকা হাইভোল্টেজ তারের সংস্পর্শে চলে আসে।

মুহূর্তের মধ্যেই অনেকেই ছিটকে পড়েন। কী হয়েছে বোঝার আগেই সেখানে উপস্থিত সবার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তারপরেই দেখেন যে, সেখানে অনেকেই ঝলসে গিয়ে মাটিতে পড়ে আছেন। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান, তাঁরাই কয়েকজনকে দ্রুত নিয়ে যান কুমারঘাটের হাসপাতালে।