মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

বিয়ের সাজে বিনা হেলমেটে স্কুটিতে সওয়ার! ভিডিও ভাইরাল হতেই বিপাকে কনে, অবশেষে কী হল দেখুন

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ১২, ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: জুন ১২, ২০২৩, ০৬:৫৯ পিএম

বিয়ের সাজে বিনা হেলমেটে স্কুটিতে সওয়ার! ভিডিও ভাইরাল হতেই বিপাকে কনে, অবশেষে কী হল দেখুন
বিয়ের সাজে বিনা হেলমেটে স্কুটিতে সওয়ার! ভিডিও ভাইরাল হতেই বিপাকে কনে, অবশেষে কী হল দেখুন

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আমাদের দেশের প্রতিদিনই কয়েক হাজার মানুষ ট্রাফিক নিয়ম ভাঙেন। এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। কিন্তু সম্প্রতি এক মহিলা ট্রাফিক নিয়ম ভেঙে রীতিমতো ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখার পর সবাই অবাক। কিন্তু শুধু ট্রাফিক নিয়ম ভেঙে তিনি ভাইরাল হলেন?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলার পরনে কনে পোশাক, সেজেগুজে হেলমেট ছাড়াই স্কুটি চালাচ্ছেন তিনি। কনে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে বেশ স্বাচ্ছন্দ্যে রাস্তায় স্কুটি চালাচ্ছেন কিন্তু তিনি জানতেন না ভিডিওটি ভাইরাল হবে, আর তাঁকে এর জন্য বড় মূল্য চোকাতে হবে। তাঁর এই ভিডিও ভাইরাল হতেই দিল্লি পুলিশের তরফে ব্যবস্থা নেওয়া হয়। কারণ একই ভিডিও-সহ আরেকটি ক্লিপে দেখা যাচ্ছে হেলমেট ছাড়াই স্কুটি চালানোর জন্য ওই তরুণীকে জরিমানা করা হয়েছে।

দিল্লি পুলিশ তাঁদের টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করেছে। ভিডিওটি পোস্ট করে দিল্লি পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে ‘রিলের জন্য রাস্তায় হেলমেট না পরে স্কুটি চালানো আপনার নিরাপত্তার জন্য উদ্বেগের’।

প্রসঙ্গত এর আগেও একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দিল্লি পুলিশ ট্রাফিক নিয়ম মানার আবেদন জানিয়েছে। শুধু ট্রাফিক আইন মানায় আবেদন জানানোই নয়, এর পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও বিশেষ অবদান রাখতে দেখা গিয়েছে দিল্লি পুলিশকে।