শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

১০ বছর আগে আজকের দিনেই ক্রিকেটের ইতিহাসে অনন্য এক নজির গড়েছিলেন বীরেন্দ্র শেহবাগ!

০১:৩৯ পিএম, ডিসেম্বর ৮, ২০২১

১০ বছর আগে আজকের দিনেই ক্রিকেটের ইতিহাসে অনন্য এক নজির গড়েছিলেন বীরেন্দ্র শেহবাগ!

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিস্ফোরক ওপেনার হিসেবে সবার আগে উঠে আসে বীরেন্দ্র শেহবাগের নাম। আর আজ থেকে ঠিক দশ বছর আগে বাইশ গজে এক অনন্য নজির গড়েছিলেন শেহবাগ। বিশ্ব ও ভারতীয় ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান (২০০ রান) করেছিলেন বীরু। ২০১১ সালের ৮ ডিসেম্বর ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৪৯ বলে ২১৯ রান করেছিলেন এই বিস্ফোরক ওপেনার। বাইশ গজে ছিলেন ২০৮ মিনিট। মেরেছিলেন ২৫টি চার ও ৭টি ছয়।

বীরেন্দ্র শেহবাগের সেই মারকাটারি ব্যাটিংয়ের দাপটে সেই ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪১৮ রান তুলেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৬৫ রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। ১৫৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয় টিম ইন্ডিয়া। তবে দিনটি স্মরণীয় হয়ে থাকবে শেহবাগের দুরন্ত ডাবল সেঞ্চুরির জন্যই। 'নজফগড়ের নবাব'-এর এই কৃতিত্বকে স্মরণ করিয়ে আজ সোশ্যাল মিডিয়ায় কুর্ণিশ জানান আইসিসি-ও।

https://twitter.com/ICC/status/1468392406290731010?t=EL128bvPvKR-4NuDVQFGfQ&s=19

প্রসঙ্গত, বীরুর আগে একদিনের ক্রিকেটে প্রথম দ্বিশতরান করেছিলেন 'মাস্টার ব্লাস্টার' শচীন তেন্ডুলকর। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোয়ালিয়রে ১৪৭ বলে ২০০ রানে অপরাজিত ছিলেন 'গড অফ ক্রিকেট'। এরপর সেই নজির গড়েন বীরু। তবে এই দুই প্রাক্তন ক্রিকেটারকে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছেন ভারতের 'হিটম্যান' রোহিত শর্মা। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে রোহিতই প্রথম ব্যাটার, যিনি একদিনের ক্রিকেটে তিনটি দ্বিশতরান করেছেন।