শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মাধ্যমিক পাশেই পেতে পারেন পোস্ট অফিসে চাকরির সুযোগ! কীভাবে আবেদন করবেন? জেনে নিন শর্ত

০২:৩০ পিএম, জুলাই ২৩, ২০২১

মাধ্যমিক পাশেই পেতে পারেন পোস্ট অফিসে চাকরির সুযোগ! কীভাবে আবেদন করবেন? জেনে নিন শর্ত

আপনি কি মাধ্যমিক উত্তীর্ণ? সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর! এবার মাধ্যমিক পাশ করলেই মিলবে সরকারি চাকরি। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগে (India Post) গ্রামীণ ডাকসেবক পদে প্রার্থী নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্য পদের সংখ্যা ২ হাজার ৩৫৭। কীভাবে করবেন আবেদন? শিক্ষাগত যোগ্যতাই বা কী? আসুন জেনে নেওয়া যাক আবেদনের বিস্তারিত তথ্য…

১. শিক্ষগত যোগ্যতাঃ প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতেই হবে। পাশাপাশি অঙ্ক, ইংরাজি ও স্থানীয় ভাষাতেও সমান সাচ্ছন্দ্য থাকতে হবে। এই বিষয়গুলিতে অন্তত পাশ মার্ক আবশ্যিক। এছাড়াও প্রার্থীকে স্থানীয় ভাষা লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে।

২. বয়স সীমাঃ আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতির ক্ষেত্রে বয়স সীমা বাড়বে।

৩. আবেদন ফিঃ পোস্ট অফিসের এই চাকরির আবেদন ফি ১০০ টাকা। মহিলা এবং রূপান্তরিতদের কোনও ফি লাগবে না।

৪. আবেদন পদ্ধতিঃ আবেদন করার জন্য appost.in লিঙ্কে ক্লিক করতে হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর রেজিস্ট্রশন স্লিপ পাওয়া যাবে। সেটি নিজের কাছে প্রমাণ হিসাবে রাখতে হবে। আবেদনের শেষ তারিখ- ১৯/০৮/২০২১। অর্থাৎ ১৯ অগাস্টের মধ্যেই করতে হবে আবেদন। এছাড়াও চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য indiapost.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করুন।