শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চলতি মাসেই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভারতীয় মহিলা ক্রিকেট দল! শুরু অনুশীলনও

০৭:৫৬ পিএম, সেপ্টেম্বর ১৪, ২০২১

চলতি মাসেই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভারতীয় মহিলা ক্রিকেট দল! শুরু অনুশীলনও

চলতি মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে ভারতের মহিলা ক্রিকেট দল। সেই কারণে ইতিমধ্যেই সে দেশে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। সোমবার শেষ হয়েছে ১৪ দিনের কোয়ারান্টিন। এরপরই মঙ্গলবার থেকে অনুশীলনে নেমে পড়লেন মিতালী রাজ, স্মৃতি মান্ধানারা। অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগেই যাবতীয় প্রস্তুতি সারছেন তাঁরা। অজিদের হারাতে তুমুল আত্মবিশ্বাসী ভারতের প্রমিলা বিগ্রেড।

[caption id="attachment_31587" align="alignnone" width="1080"]চলতি মাসেই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভারতীয় মহিলা ক্রিকেট দল! শুরু অনুশীলনও / Image Source : Instagram @indiancricketteam চলতি মাসেই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভারতীয় মহিলা ক্রিকেট দল! শুরু অনুশীলনও / Image Source : Instagram @indiancricketteam[/caption]

জানা গিয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে একদিনের সিরিজ। তারপর ভারতের প্রথম পিঙ্ক বল টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবেন স্মৃতিরা। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে এই সফর শেষ হবে। পূর্ণাঙ্গ সিরিজ শুরুর আগে আগামী শনিবার ব্রিসবেনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল। তারপরই বাইশ গজে দেখা যাবে ভারত অস্ট্রেলিয়ার হাড্ডাহাড্ডি লড়াই।

এই সিরিজ নিয়ে যদিও বেশ আত্মবিশ্বাসী দলের অন্যতম তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছিল ঝকঝকে ১০২ রানের ইনিংস। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি টি-২০ রানের রেকর্ডও স্মৃতির ঝুলিতে। তারকা ওপেনারের কথায়, গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার তাঁদের অনেক বদলে দিয়েছে। এবার অজিদের চ্যালেঞ্জ জানাতে তৈরি তাঁরা। স্মৃতি জানিয়েছেন, "কোভিডের ফলে সবাই বড় বিরতির সুযোগ পেয়েছে। ফলে দলের সবাই নিজেদের নিয়ে ভাবার সময় পেয়েছে, নিজেদের ফিটনেস বা খেলায় কোন কোন দিকে আরও উন্নতির প্রয়োজন তা বুঝতে পেরেছে। এবার শুধু মাঠে নেমে ছন্দে ফেরার পালা।"

[caption id="attachment_31588" align="alignnone" width="1080"]চলতি মাসেই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভারতীয় মহিলা ক্রিকেট দল! শুরু অনুশীলনও / Image Source : Instagram @indiancricketteam চলতি মাসেই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভারতীয় মহিলা ক্রিকেট দল! শুরু অনুশীলনও / Image Source : Instagram @indiancricketteam[/caption]

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, "অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দলগুলির একটি। তাদের বিরুদ্ধে খেলতে আমরা ভালোবাসি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা মানেই বাড়তি উত্তেজনা। প্রতিযোগিতার মাঠে কেউই কাউকে ছেড়ে কথা বলে না। সেরকম মানসিকতা নিয়েই খেলতে নামি আমরা।" অতএব, বোঝাই যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার মহিলা বাহিনী। এখন শুধু অপেক্ষা মাঠে নামার।