বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ “অতিথি দেব ভব”- এই মন্ত্রেই বিশ্বাস করে ভারতীয়রা। অতিথিদের যেমন ভগবানের সমতুল্য মনে করা হয় ভারতীয় সংস্কৃতিতে, তেমনই আবার খালি হাতেও কারোর বাড়িতে যাওয়াটাও ঠিক মনে করে না ভারতীয়রা। প্রধানমন্ত্রী মোদীও কিন্তু সেই রীতি বজায় রাখলেন। নিজের সঙ্গে নিয়ে গিয়েছে, একগুচ্ছ উপহার। ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় নৈশাহারে আমন্ত্রণ পেয়ে মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সস্ত্রীক প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করলেন তিনি। আমেরিকার রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীর হাতে একাধিক বহুমূল্য উপহার তুলে দেন নমো।
এদিন হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান সস্ত্রীক প্রেসিডেন্ট বাইডেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রেসিডেন্টকে আলিঙ্গন করেন মোদী। এর পরই উপহারের ডালি খোলেন তিনি। সেখান থেকে একটি একটি করে উপহার তুলে দেন বাইডেন এবং ফার্স্ট লেডির জিলের হাতে। নরেন্দ্র মোদী যে উপহারের ডালি সাজিয়ে নিয়ে গিয়েছেন জো বাইডেন ও আমেরিকার ফার্স্ট লেডির জন্য তাতে যেমন রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের পছন্দসই উপহার, তেমনই আবার ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরে এমন নানান উপহারও রয়েছে। এবার একনজরে দেখে নেওয়া যাক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য কী কী উপহার নিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে গাঢ় বন্ধুত্বের সম্পর্কের কথা সকলেরই জানা। বন্ধুর পছন্দের কথাও জানেন প্রধানমন্ত্রী মোদী। সেই কারণেই প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দিলেন “দ্য টেন প্রিন্সিপাল উপনিষদ”। পাশাপাশি এবারের মার্কিন সফরে বাইডেন পত্নীর জন্য উপহার হিসেবে হিরে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রথমেই সেই ‘গ্রিন ডায়মন্ড’ আমেরিকার ফার্স্ট লেডির হাতে তুলে দেন তিনি। ৭.৫ ক্যারেটের ওই হিরেটির উজ্জ্বলতায় মুগ্ধ হন জিল। মূলত ভারতের বিভিন্ন রাজ্য থেকে নানা উপহার নিয়ে গিয়েছেন মোদী।
এছাড়াও প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট বাইডেনকে একটি বিশেষ চন্দন কাঠের বাক্স উপহার দিয়েছেন। এটি রাজস্থানের জয়পুরে তৈরি করা হয়েছে। এই বাক্স তৈরির জন্য চন্দন কাঠ আনানো হয়েছে কর্নাটকের মাইসোর থেকে। ওই বাক্সের উপরে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতির নানা চিত্র। ওই বাক্সে রয়েছে রুপোর গণেশের একটি মূর্তি। এই মূর্তি আবার তৈরি করেছেন কলকাতার এক স্বর্ণকার পরিবার। চন্দন কাঠের বাক্সের পাশাপাশি উপহার দেওয়া হয়েছে রুপোর একটি প্রদীপও। এই প্রদীপও কলকাতার ওই গহনা প্রস্তুতকারকের কাছ থেকে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়াও উপহারের তালিকায় প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেওয়া হয়েছে একটি তাম্র পাত্র বা পিতলের প্লেট। উত্তরপ্রদেশ থেকে আনানো এই তাম্র পাত্রে লেখা রয়েছে শ্লোক। মার্কিন প্রেসিডেন্টকে রুপোর বাক্স উপহার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষ শিল্পীদের কাছ থেকে রুপোর নারকেল তৈরি করা হয়েছে, যা প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেওয়া হবে। পাশাপাশি তামিলনাড়ু থেকে সাদা তিল আনানো হয়েছে প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেওয়ার জন্য।
এখানেই শেষ নয়, উপহারের তালিকায় রয়েছে রাজস্থান থেকে ২৪ ক্য়ারেটের সোনার কয়েন উপহার দেওয়া হয়েছে। পঞ্জাব থেকে আনা ঘি উপহার দেওয়া হয়েছে প্রেসিডেন্ট বাইডেনকে। উপহারের তালিকায় রয়েছেঝাড়খণ্ড থেকে হাতে বোনা তসর সিল্ক। এছাড়াও উত্তরাখণ্ডের সরু চাল উপহার দেওয়া হয়েছে প্রেসিডেন্ট বাইডেনকে। মহারাষ্ট্র থেকে গুড় উপহার দেওয়া হয়েছে। মোদী উপহার হিসেবে দিয়েছেন ৯৯.৫ শতাংশ খাঁটি রুপোর কয়েন, যা রাজস্থানের শিল্পীরা বানিয়েছেন। আর গুজরাট থেকে আনানো লবণও উপহার দেওয়া হয়েছে প্রেসিডেন্ট বাইডেনকে।
আপনার মতামত লিখুন :