মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

ওয়াশিংটনে অঝোরে বৃষ্টির মাঝেই বেজে উঠল জাতীয় সংগীত, ‘এটা ইন্দ্র দেবতার আশীর্বাদ’, বললেন মোদী

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২২, ২০২৩, ০৩:৩৪ পিএম | আপডেট: জুন ২২, ২০২৩, ১১:৩৮ এএম

ওয়াশিংটনে অঝোরে বৃষ্টির মাঝেই বেজে উঠল জাতীয় সংগীত, ‘এটা ইন্দ্র দেবতার আশীর্বাদ’, বললেন মোদী
ওয়াশিংটনে অঝোরে বৃষ্টির মাঝেই বেজে উঠল জাতীয় সংগীত, ‘এটা ইন্দ্র দেবতার আশীর্বাদ’, বললেন মোদী

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ চারদিনের মার্কিন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারই তিনি পৌঁছেছেন ওয়াশিংটন ডিসিতে। এদিন সকালে বিমানবন্দরে যখন দাঁড়িয়ে ছিলেন, সেই সময় জাতীয় সংগীত চলছিল, সেই সঙ্গে অঝোর ধারায় নামে বৃষ্টি। যা দেখে মোদী বলেন, ‘এটা ইন্দ্র দেবতার আশীর্বাদ।’

টুইটারে সেই মুহূর্তের ছবি শেয়ারও করে বলেছেন, ‘এখানকার ভারতীয় সম্প্রদায় এবং ইন্দ্র দেবতার আশীর্বাদ আমার এই সফরকে স্পেশাল করে তুলল।’ এদিকে, আজই মোদী ও বাইডেন উভয়েই সাংবাদিকদের মুখোমুখি হবেন। যৌথ সাংবাদিক সম্মেলন করবেন তাঁরা। হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মী সূত্রে এমনটাই জানানো হয়েছে।

মার্কিন নিরাপত্তা পরিষদের সমন্বয়কারী জন কারবি জানিয়েছেন, ‘আমরা কৃতজ্ঞ প্রধানমন্ত্রী মোদীর প্রতি, উনি সফরের শেষে সাংবাদিক সম্মেলন করবেন। আমাদের মতে এটা খুবই গুরুত্বপূর্ণ।’ এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, মার্কিন সংবাদমাধ্যম ও ভারতীয় সংবাদমাধ্যমের কাছ থেকে একটি করে অর্থাৎ মোট ২ টি প্রশ্নের উত্তর দেবেন মোদী ও বাইডেন।

আজই মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী মোদীর। মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদী তা নিয়ে জল্পনা চরমে। বিশ্লেষকদের একাংশের মতে, ইউক্রেন যুদ্ধ নিয়ে মুখ খুললেও, ভারতের হয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবেন তিনি। কোনওভাবেই ‘বন্ধু’ রাশিয়াকে রুষ্ট করতে চাইবেন না। তবে, এর পাশাপাশি ইন্দো-প্যাসিফিকে মুক্ত বাণিজ্য, আগ্রাসন এবং গণতন্ত্র হরণ নিয়ে চিনকে পরোক্ষে কড়া বার্তা দেবেন মোদী। এছাড়াও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈশ্বিক নানা প্রতিবন্ধকতা এবং ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বিগত কয়েক বছরে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে ভারতের। বিভিন্ন বিষয়ে ভারত পাশে পেয়েছে আমেরিকাকে। আর এই দুই দেশের সম্পর্ক মজবুত করার নেপথ্যে অন্যতম কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুজ করতে মার্কিন কংগ্রেসের যৌথ বৈঠকে বক্তব্য রাখার জন্য ফের একবার আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি দুবার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেলেন। কাজেই প্রধানমন্ত্রীর এই সফর এক ঐতিহাসিক সফরও বটে। এর আগে ২০১৬ সালের জুন মাসে তিনি বক্তব্য রেখেছিলেন। আর তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ২ বার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখবেন।