বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক যোগ হল। এবার মিশরের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর হাটে এই সম্মান তুলে দেন প্রেসিডেন্ট আবদেল আল ফাট্টা সিসি। ২ দিনের জন্য মিশর সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সময়েই তাঁকে মিশরের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মান দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন তিনি। এই সফরে বিখ্যাত আল হাকিম মসজিদেও গিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিগত ২৬ বছরে এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশরে গিয়েছেন।
শনিবারই মিশরে পৌঁছেছেন নরেন্দ্র মোদী। পরের দিনই মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। ভারতের সঙ্গে একাধিক মউও সাক্ষর করেছেন মিশরের প্রেসিডেন্ট। জানা গিয়েছে, এরপরই নরেন্দ্র মোদীর হাটে তুলে দেওয়া হয় মিশরের সর্বোচ্চ সম্মান। ‘অর্ডার অফ দ্য নাইল’এর মেডেল পরিয়ে দেওয়া হয় মোদির গলায়। সেইসঙ্গে মোদীর সঙ্গে হাত মিলিয়ে তাঁকে অভিনন্দন জানান মিশরের প্রেসিডেন্ট।
মোদীকে শনিবার বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা ম্যাডবাউলি। হোটেলে মোদীকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। উপস্থিত ছিলেন মিশরীয়রাও। শাড়ি পরিহিতা তরুণীরা মোদীর উদ্দেশে গানও করেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সময় এক মিশরীয় তরুণী গেয়ে ওঠেন, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে।’ বিখ্যাত ‘শোলে’ ছবির এই গান শুনে খোদ বিস্মিত মোদী।
এরপর রবিবার সকালেই মিশরের রাজধানী কায়রোর বিখ্যাত আল হাকিম মসজিদে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের দাউদি বোহরা সম্প্রদায়ের দানের টাকায় কায়রোর আল হাকিম মসজিদটির সংস্কার হয়েছে। উল্লেখ্য, ইসলাম ধর্মাবলম্বী এই সম্প্রদায়ের প্রভাব ও প্রতিপত্তি রয়েছে গুজরাটে যথেষ্ট। ফলে অনেকেই মনে করছেন, মূলত বণিক দাউদি বোহরাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই এই পদক্ষেপ। এছাড়াও হেলিপলিস ওয়ার সিমেট্রিতেও যান নরেন্দ্র মোদী। প্রথম বিশ্বযুদ্ধে শহিদ ৪ হাজার ভারতীয় সৈনিকদের কবর রয়েছে সিমেট্রিতে।
আপনার মতামত লিখুন :