মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

‘আমি মোদীর ফ্যান, ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল’, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই বললেন ইলন মাস্কের

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২১, ২০২৩, ১০:২৮ এএম | আপডেট: জুন ২১, ২০২৩, ০৬:২৮ এএম

‘আমি মোদীর ফ্যান, ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল’, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই বললেন ইলন মাস্কের
‘আমি মোদীর ফ্যান, ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল’, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই বললেন ইলন মাস্কের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়েছেন। মঙ্গলবার নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তথা টেলসা কর্তা ইলন মাস্ক। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। নিজেকে মোদী ভক্ত বলে দাবি করেছেন মাস্ক। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর উচ্ছ্বসিত টেলসা কর্তা। আগামী দিনে ভারতে নিজের সংস্থার আনুষ্ঠানিকভাবে প্রবেশ ঘটবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এমনকি আগামী বছর তিনি ভারতে আসার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন। উল্লেখ্য, যে সময় টেলসা কর্তা ভারতে কারখানা তৈরির জন্য জমির সন্ধান করছে, সেই সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মঙ্গলবার বৈঠক শেষে বেরিয়ে ইলন মাস্ক নরেন্দ্র মোদী সম্পর্কে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক অসাধারণ সাক্ষাৎ হল। আমি ওঁকে খুব পছন্দ করি। আমি ওঁর গুণমুক্ত ভক্ত। আমি এটুকু বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের জন্য সঠিক কাজ করছেন। নতুন সংস্থাকে উনি সমর্থন করেন। কয়েক বছর আগে আমাদের কারখানা দেখতে এসেছিলেন, তাই অনেকদিন ধরেই আমাদের পরিচিতি রয়েছে। আমি ভারতের ভবিষ্যৎ নিয়েও অত্যন্ত উৎসাহিত। আমার মনে হয়, বিশ্বের অন্য়ান্য বড় দেশগুলির তুলনায় ভারতের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। ভারতের অনেক কিছু করার ক্ষমতা রয়েছে।’

প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করে টেলসা কর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী ভারতের বিষয়ে সত্যিই অনেক চিন্তা করেন, সেই কারণেই উনি আমাদের ভারতে বিনিয়োগ করার প্রস্তাব দিচ্ছেন। আমরাও বিনিয়োগ করতে চাই। শুধু সঠিক সময় খুঁজে বের করতে হবে। মোদী সত্যিই ভারতের জন্য সঠিক কাজ বা পদক্ষেপ করতে চান। উনি সংস্থাগুলিকে সবরকমভাবে সহায়তা করতে চান এবং স্বাভাবিকভাবেই একই সঙ্গে তিনি এটাও নিশ্চিত করতে চান যে দেশের যাতে লাভ হয়।’

আবার অন্যদিকে, নিজেকে মোদীর ‘ফ্যান’ হিসাবেও দাবি করেছেন ইলন মাস্ক। তাঁর কথায়, ‘ভারতে সৌরশক্তিতে বিনিয়োগ করলে খুব ভাল হবে…আমরা ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা আনার পরিকল্পনা করছি। আমি আবার হয়তো আগামী বছর ভারত সফরে যাব।’

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয়েছিল ইলন মাস্কের। সেই সময় ক্যালিফোর্নিয়ায় টেসলা মোটরসের কারখানা পরিদর্শন করেছিলেন মোদী। সেই সাক্ষাতের পর ফের ২০২৩-এর ২০ জুন এই মোদী-ইলন সাক্ষাৎ হল।