শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বলিউডে কি এবার 'সোনার ছেলে'র বায়োপিক? নামভূমিকায় কাকে পছন্দ? কী জানালেন নীরজ?

০৬:০৩ পিএম, আগস্ট ৯, ২০২১

বলিউডে কি এবার 'সোনার ছেলে'র বায়োপিক? নামভূমিকায় কাকে পছন্দ? কী জানালেন নীরজ?

সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিক্সে স্বর্ণালী ইতিহাস গড়েছেন ভারতের নীরজ চোপড়া। প্রথম ভারতীয় হিসেবে ট্র‍্যাক অ্যান্ড ফিল্ডে স্বাধীন ভারতের প্রথম পদক জিতেছেন তিনি। জ্যাভেলিন থ্রোয়ে সোনার পদক উঠেছে নীরজের গলায়। তারপরই সারা দেশজুড়ে 'সোনার ছেলে'কে নিয়ে চর্চা! বাদ যায়নি বলিউডও। বলিপাড়ায় কানাঘুঁষো আলোচনা এবার নাকি নীরজকে নিয়ে বায়োপিকের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে নীরজ কী জানালেন?

বলিউডে যতই আলোচনা চলুক, নিজের বায়োপিক নিয়ে এখনই কিছু ভাবতে রাজি নন ভারতীয় সেনার এই জওয়ান। বদলে আসন্ন প্রতিযোগিতাগুলিতেই লক্ষ্য স্থির তাঁর। নীরজের সাফ বক্তব্য, "বায়োপিক নিয়ে এখনই কিছু ভাবিনি। এখনও অনেক গল্প রয়েছে যা আগামী দিনে খুঁজে বের করতে হবে। আমার মতে, খেলা চলাকালীন কোনও অ্যাথলিটেরই বায়োপিক তৈরি হওয়া উচিৎ নয়। অবসরের পর তা নিয়ে ভাবা যেতে পারে। আপাতত আগামী প্রতিযোগিতার দিকে মনোযোগ দিতে চাই। বায়োপিকের কথা পরে ভাবা যাবে।"

তবে নীরজের বক্তব্যের পরও কিন্তু আলোচনায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। বরং লোকজনের উৎসাহী কৌতুহল, স্বর্ণপদকজয়ী তারকার নামভূমিকায় দেখা যাবে কোন অভিনেতাকে? অনেকের মতে 'নায়কসুলভ' চেহারার নীরজ স্বয়ং অভিনয় করতে পারেন বায়োপিকে। তবে এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে নীরজ জানান, বায়োপিক হলে নিজের ভূমিকায় তাঁর প্রথম পছন্দ অভিনেতা রনদীপ হুডা। দ্বিতীয় পছন্দ 'বলিউড খিলাড়ি' অক্ষয় কুমার।

তবে সবাই যখন বায়োপিকের আলোচনায় ব্যস্ত, তখনই কিন্তু নীরজ পাখির চোখ করে নিয়েছেন পরবর্তী প্রতিযোগিতাগুলিকে। ২০২২ সালে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমস ও কমলওয়েলথ গেমসে আপাতত লক্ষ্য স্থির তাঁর। ওই দুই প্রতিযোগিতাতেই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দেশের মুখ ফের উজ্জ্বল করতে চান এই ‘সোনার ছেলে’।