শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

'অতিমারী ঠেকাতে সহযোগিতার মধ্যে দিয়ে কাজ করতে হবে, ঝগড়া করলে হবে না', মমতাকে কটাক্ষ জয়প্রকাশের

০৬:৫২ পিএম, এপ্রিল ১৪, ২০২১

'অতিমারী ঠেকাতে সহযোগিতার মধ্যে দিয়ে কাজ করতে হবে, ঝগড়া করলে হবে না', মমতাকে কটাক্ষ জয়প্রকাশের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভোটের আবহে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে আজ করোনা পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপি মুখপাত্র জয়প্রকাশ মজুমদার।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'অতিমারিকে আটকাতে গেলে, সবার সঙ্গে সহযোগিতার মধ্যে দিয়ে কাজ করতে হবে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝলে, বাংলারই উপকার হবে। সারা ভারতেই করোনা নিয়ন্ত্রণে এসেছিল। এটা করোনার দ্বিতীয় ঢেউ। এটা সামলানোর জন্য রাজ্যের স্বাস্থ্য দফতর তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও সতর্ক হতে হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য,  এদিকে রাজ্যে নতুন করে করোনার বাড়বাড়ন্ত এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য বিজেপিকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জলপাইগুড়ি জনসভা থেকে করোনা ছড়ানোর জন্য বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'রাজ্যে আবার কোভিড ছড়িয়ে দিয়েছে ওরা। সব ভালো করে দিয়েছিলাম। সময়মতো যদি টিকা দিয়ে দিত, তাহলে আর কোভিড হতো না। ভোটের প্রচারের নামে এবার বাইরে থেকে বিস্তর লোক এনেছে। আর আমাদের এখানে রোগ ছড়িয়ে দিয়ে পালিয়ে গিয়েছে। এখন বলে ভোট দাও? আগেরবার কোভিড যখন হয়েছিল তখন এরা কেউ আসেনি। এখন এসেছে ভোট প্রচারের জন্য।'

তবে, এটাই প্রথমবার নয়, রাজ্যের করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ বিজেপি, এই অভিযোগ তিনি আগেও করেছিলেন। বলেছিলেন, কেন্দ্র প্রয়োজনীয় পদক্ষেপ সঠিক সময়ে গ্রহণ না করায়, এই পরিস্থিতি তৈরি হয়েছে।