শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চলছে কর্মী নিয়োগ! কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত খুঁটিনাটি

০২:২১ পিএম, আগস্ট ২০, ২০২১

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চলছে কর্মী নিয়োগ! কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত খুঁটিনাটি

আপনি কি ব্যাঙ্কে চাকরি পেতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুযোগ! সম্প্রতি সাপোর্ট স্টাফ পদের জন্য কর্মী নিয়োগ শুরু করল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI)। ব্যাঙ্কের তরফ থেকে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে চাকরির বিজ্ঞপ্তি। এই পদে চাকরির শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? শূন্যপদের সংখ্যাই বা কত? কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত খুঁটিনাটি…

শূন্যপদ: মোট ২১টি শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে৷ RSETI Mainpuri, Rseti Kannauj এবং RSETI Farrukhabad-এ কন্ট্র্যাকচুয়াল চাকরির নিয়োগ শুরু হবে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবদনের জন্য প্রার্থীদের BSW/ BA/ B.Com ডিগ্রির পাশাপাশি কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে৷

বয়সসীমা: ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪৫ বছরের প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারেন৷

নিয়োগ পদ্ধতি: চাকরিতে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ নেওয়া হবে। উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগের জন্য ডাকা হবে।

কীভাবে আবেদন করবেন? আবেদনের জন্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট bankofindia.co.in -এ ক্লিক করে এ ব্যাপারে বিশদে জেনে নিন।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: গত ১৬ অগাস্ট, ২০২১ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ ৩১ অগাস্ট, ২০২১৷