শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

লিখিত পরীক্ষা ছাড়াই মোটা বেতনে SBI-তে চাকরির সুযোগ! কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

০৪:১৪ পিএম, জুন ১৫, ২০২১

লিখিত পরীক্ষা ছাড়াই মোটা বেতনে SBI-তে চাকরির সুযোগ! কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

চাকরি প্রার্থীদের জন্য সুখবর! দেশের সব থেকে বড় ব্যাঙ্ক SBI (State Bank of India)-তে লিখিত পরীক্ষা ছাড়াই মিলবে চাকরির দারুণ সুযোগ! মোটা বেতনে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বোচ্চ বেতন মাসিক ৪২,০২০ টাকা। কোথায়, কীভাবে আবেদন করবেন? শিক্ষাগত বা অন্যান্য যোগ্যতাই বা কী? জেনে নিন বিস্তারিত…

শূন্যপদঃ SBI-তে স্পেশ্যাল ক্যাডার নিয়োগের (SBI SCO Recruitment 2021) অন্তর্গত বিভিন্ন ইঞ্জিনিয়ার পদে চাকরির জন্য আবেদন করা যাবে। SBI SCO Recruitment 2021 পদে নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা হবে না। বায়োডাটার মাধ্যমেই বেছে নিয়ে ইন্টারভিউ হবে। তারপর নিয়োগ করা হবে৷

বেতন ক্রমঃ SBI SCO Recruitment 2021-এর অন্তর্ভুক্ত কোনও পদে চাকরি পেলে বেতন ক্রম হবে ২৩,৭০০/৩০,৫৬০/৩২,৫৬০ বা সর্বোচ্চ ৪২,০২০ টাকা ৷

শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারীর ন্যাশন্যাল ফায়ার সার্ভিস কলেজ (NFSC), নাগপুর থেকে বিই (ফায়ার) বা বিটেক, বিই (সুরক্ষা ও অগ্নি ইঞ্জিনিয়ারিং) বা বিটেক ডিগ্রি থাকতে হবে। অথবা বিই (সুরক্ষা ও অগ্নি ইঞ্জিনিয়ারিং) বা বিএসসি ফায়ার শিক্ষাগত যোগ্যতায় ইউজিসি মান্যতা প্রাপ্ত বা এসআইটিইউ মান্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে। এসআইটিই থেকে মান্যতা অগ্নিসুরক্ষা সংক্রান্ত বিষয়ে চার বছরের ডিগ্রি থাকতে হবে। ইনস্টিটিউট অফ ফায়ার ইঞ্জিনিয়ার্স (ভারত/UK ) থেকে স্নাতক অথবা ন্যাশন্যাল ফায়ার সার্ভিস কলেজ (এনএফএসসি), নাগপুর থেকে ডিবিশনাল অফিসার কোর্স সম্পন্ন করতে হবে।

আবেদন ফিঃ SBI SCO Recruitment 2021 পরীক্ষার জন্য ৭৫০ টাকা জমা দিতে হবে আবেদনকারীকে।

কীভাবে আবেদন করবেন? SBI SCO Recruitment 2021 পরীক্ষার জন্য আজ অর্থাৎ ১৫ জুন ২০২১ থেকেই আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে। আবেদনের জন্য শেষ তারিখ ২৮ জুন, ২০২১। আবেদন করার জন্য https://www.sbi.co.in/web/careers/current-openings/ - এই লিংকে গিয়ে সরাসরি অনলাইন আবেদন করা যাবে।