শনিবার, ১১ মে, ২০২৪

কুঁদঘাট ম্যানহোল কাণ্ডে মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে পুরসভা

০৯:৫৮ পিএম, ফেব্রুয়ারি ২৫, ২০২১

কুঁদঘাট ম্যানহোল কাণ্ডে মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা  ক্ষতিপূরণ দেবে পুরসভা
ম্যানহোল কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা করল কলকাতা পুরসভা। মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছে পুরসভা। একইসঙ্গে আহতদেরও দেওয়া হবে ক্ষতিপূরণ। ১১৪ নম্বর ওয়ার্ড এলাকায় পাম্পিং স্টেশন তৈরির কাজের জন্য বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টা নাগাদ ম্যানহোল পরিষ্কার করতে নামেন ৭ জন শ্রমিক। তাঁদের চার জন নিহত ও তিন জন অসুস্থ সওয়ার খবর পাওয়া গিয়েছে। কলকাতা পুরসভার তরফে আহতদের ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর পাশাপাশি, আজকের এই ঘটনার পিছনে কার গাফিলতি রয়েছে, কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল, তার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গড়ল কলকাতা পুরসভা। জানা গিয়েছে, কাদা ও পলি জমে ওই ম্যানহোল আটকে গিয়েছিল। এখন ম্যানহোল পরিষ্কার করতে নেমে দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরই হাঁকডাক শুরু করেন বাইরে দাঁড়িয়ে থাকা বাকিরা। এরপরই সহকর্মীরা পুলিস ও দমকলে খবর দেন। কিন্তু দমকল এসেও তাঁদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়দের চেষ্টাও ব্যর্থ হয়।