শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ক্রিকেটের মাঠের বাইরেও গড়ছেন একাধিক দৃষ্টান্ত! করোনা আবহে মানুষের সাহায্যে বরাবর পাশে রয়েছেন সৌরভ

০৭:৩৬ পিএম, জুলাই ৮, ২০২১

ক্রিকেটের মাঠের বাইরেও গড়ছেন একাধিক দৃষ্টান্ত! করোনা আবহে মানুষের সাহায্যে বরাবর পাশে রয়েছেন সৌরভ

আজ সৌরভের বেহালার বাড়িতে উৎসবের আবহ৷ আজই ৪৯-এ পা রেখেছেন তিনি। জীবনের হাফ সেঞ্চুরি থেকে মাত্র একটা বছর দূরে৷ বুধবার রাতেই কেক কেটে, আজ মাছ-ভাত রান্না দিয়েই সারাদিন ধরে চলছে প্রাক্তন ভারত অধিনায়কের জন্মদিন পালন। তাতে সামিল হয়েছেন স্ত্রী ডোনা ও কন্যা সানাও। তবে আমাদের মুখ্য আলোচ্য বিষয় সৌরভের জন্মদিন পালন নয়, বরং তাঁর মানবিক দিকটি তুলে ধরাই মূল উদ্দেশ্য। ক্রিকেটের ময়দানে অসাধারণ সব দৃষ্টান্তের নজির গড়েছিলেন 'মহারাজ'। সর্বদাই জুনিয়র ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন যুগিয়ে গিয়েছেন তিনি৷ ভারতীয় ক্রিকেটে সৌরভের দানের কথা বলে শেষ করা যাবে না। এখন মাঠের বাইরেও মানুষের সাহায্যে বরাবর পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে তাঁকে৷

[caption id="attachment_21666" align="alignnone" width="1000"]ক্রিকেটের মাঠের বাইরেও গড়ছেন একাধিক দৃষ্টান্ত! করোনা আবহে মানুষের সাহায্যে বরাবর পাশে রয়েছেন সৌরভ ক্রিকেটের মাঠের বাইরেও গড়ছেন একাধিক দৃষ্টান্ত! করোনা আবহে মানুষের সাহায্যে বরাবর পাশে রয়েছেন সৌরভ[/caption]

করোনা পরিস্থিতিতে রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছিলেন রাজ্যের একাধিক নামী সেলেবরা। সেই তালিকায় বেশ উপরের দিকেই নাম রয়েছে সৌরভ গাঙ্গুলির। অসহায় মানুষগুলির পাশে দাঁড়িয়ে বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট। অক্সিজেন কনসেনট্রেটর দান করা থেকে শুরু করে কোভিড আক্রান্ত অসহায় মানুষগুলির মুখে দু মুঠো খাবার তুলে দেওয়া, সবেতেই বরাবর এগিয়ে গিয়েছেন মহারাজ। আজ তাঁর জন্মদিনে দেখে নেওয়া যাক তার-ই কিছু ঝলক...

[caption id="attachment_21667" align="alignnone" width="1000"]শিলিগুড়ি রেড ভলান্টিয়ারদের সাহায্যে অক্সিজেন কনসেন্ট্রেটর দান করেছেন সৌরভ গাঙ্গুলি শিলিগুড়ি রেড ভলান্টিয়ারদের সাহায্যে অক্সিজেন কনসেন্ট্রেটর দান করেছেন সৌরভ গাঙ্গুলি [/caption]

১. রাজ্যের বিভিন্ন হাসপাতালে ৪৯টি অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। একাধিক টলিশিল্পীদের মিলিত প্রচেষ্টায় গড়ে তোলা কোভিড সেফ হোমেও একটি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছিলেন তিনি। ২. বাম নেতা অশোক ভট্টাচার্যের অনুরোধে শিলিগুড়ি ২৪ নং ওয়ার্ডের রেড ভলেন্টিয়ারদের অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন সৌরভ। শিলিগুড়ি পৌরসভার অন্তর্গত ২৪নং ওয়ার্ডের রেড ভলেন্টিয়ারদের দুই সদস্য তিলক গুণ ও সুপ্রতিম সেন শিলিগুড়ি থেকে কলকাতায় এসে সৌরভের সঙ্গে দেখা করেন। এরপর বেহালায় প্রাক্তন ভারত অধিনায়কের অফিস থেকে জোড়া অক্সিজেন কনসেনট্রেটর সংগ্রহ করে শিলিগুড়ি নিয়ে যান। [caption id="attachment_21668" align="alignnone" width="1280"]বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান সৌরভের বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান সৌরভের[/caption] ৩. গতবছর অসহায়দের মুখে দু মুঠো খাবার তুলে দিতে বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান করেন বিসিসিআই প্রেসিডেন্ট। ৪. সম্প্রতি অভিনেতা দেবের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যের করোনা মোকাবিলায় এক নতুন পদক্ষেপও নিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব, দুজনে মিলিত উদ্যোগে কোভিড আক্রান্ত পরিবারের মুখে বিনামূল্যে তুলে দিচ্ছেন খাবার৷ ৫. নিজের ফাউন্ডেশনের সঙ্গে অ্যাপোলো হাসপাতালের যৌথ উদ্যোগে সাধারণ মানুষের টিকাকরণের ব্যবস্থাও করেছিলেন সৌরভ। ভাইরাল চা-কাকু মৃদুল দেবকেও টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন তিনি। এভাবেই বারবার রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ককে।