মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

‘অল্পের জন্য রক্ষা পেয়েছি, সুস্থ হয়ে উঠছি’, টুইট করে নিজেই জানালেন মুখ্যমন্ত্রী

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ০৫:২৫ পিএম | আপডেট: জুন ২৯, ২০২৩, ০১:২৬ পিএম

‘অল্পের জন্য রক্ষা পেয়েছি, সুস্থ হয়ে উঠছি’, টুইট করে নিজেই জানালেন মুখ্যমন্ত্রী
‘অল্পের জন্য রক্ষা পেয়েছি, সুস্থ হয়ে উঠছি’, টুইট করে নিজেই জানালেন মুখ্যমন্ত্রী

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ একুশের মতো গুরুতর আঘাত না হলেও, তেমন হালকাও নয়, দিন দুই আগে পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত। হেলিকপ্টার বিপত্তিতে শরীরের বাঁ দিকে বড় ধরনের চোট পেয়েছেন তিনি। আগের থেকে একটু ভাল থাকলেও, এখনও যন্ত্রণায় বেশ কষ্ট পাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটাচলা করলেই যন্ত্রণা হচ্ছে তাঁর। আসলে গত মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের সভা শেষ করে ফেরার মুখেই বিপত্তি ঘটে। প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পড়ে প্রাকৃতিক দুর্যোগের মুখে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার জন্য তিনি বিমানে চেপেছিলেন। কিন্তু জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরেই দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। তাই বিপদ এড়াতে জরুরি অবতরণ করা হয়! অল্পের জন্য বিপদ থেকে রক্ষা মেলে। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি পাইলট। সেই কারণেই দুর্যোগ এড়াতে জরুরি অবতরণ করেন। পাইলট বড় কোনও বিপত্তি এড়াতে বাগডোগরার বদলে অভিমুখ ঘুরিয়ে সেবকে বায়ুসেনার ঘাঁটিতে কপ্টারের জরুরি অবতরণ করিয়েছিলেন। এরপরই খবর আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার।

জানা যায়, জরুরি অবতরণের ভয়ঙ্কর দুলুনির কারণে কপ্টার থেকে লাফিয়ে নামতে গিয়ে কোমরে এবং পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ওখানেই প্রাথমিক শুশ্রূষা করিয়ে, তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। তাঁর বিমান অবতরণ করতেই চোট কতোটা গুরুতর তা জানতে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানে যাবতীয় পরীক্ষার পর হাসপাতালের তরফে জানানো হয় যে, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের হাঁটুতে এবং কোমরে হিপ জয়েন্টের লিগামেন্টে বড় ধরনের চোট লেগেছে। সেই অনুযায়ী তাঁর চিকিৎসাও শুরু হয়। এবার সেই দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে বিস্তারিত জানিয়েছেন তিনি, কীভাবে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। এখন কেমন আছেন? তাও জানিয়েছেন ওই টুইটে।

দিন দুপুর ২ টো নাগাদ টুইট করেন মুখ্যমন্ত্রী। জানান, মঙ্গলবার সেবক সেনা ছাউনিতে তাঁর হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করানো হয়। ভগবানের অশেষ কৃপা ও আশীর্বাদ যে, তিনি পাইলটদের দক্ষতা ও চিকিৎসকদের দারুণ প্রচেষ্টায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। তাঁদের সকলকেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এই মুহূর্তে তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে, এবং কোমরে চোট থাকায় বাড়িতেই ফিজিওথেরাপি হচ্ছে।

এদিকে, এদিন হাসপাতালের পক্ষ থেকে দেওয়া মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে তাঁকে লম্বা সফরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। সঙ্গে ফিজিওথেরাপি আর অবশ্যই সাবধানে চলাফেরা করতে হবে তাঁকে। প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগেও মুখ্যমন্ত্রী প্রচারে নন্দীগ্রামে গিয়ে বিরুলিয়া বাজারে পায়ে আঘাত পান। প্লাস্টার হয়, হুইলচেয়ারে চলাফেরা করতে হয়েছিল তাঁকে সেই সময়। সেই অবস্থাতেই প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এবার তাঁকে বেশি ঘোরাফেরা করতে বারণ করা হয়েছে। আর তাই পঞ্চায়েত নির্বাচনের আগে আর জেলায় প্রচারে তিনি যাবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে।