মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

রাতে এলেন না বাড়িতে, কোথাও গেলেন সায়নী ঘোষ? জল্পনা তুঙ্গে

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ১১:৪১ এএম | আপডেট: জুন ২৯, ২০২৩, ০৭:৪১ এএম

রাতে এলেন না বাড়িতে, কোথাও গেলেন সায়নী ঘোষ? জল্পনা তুঙ্গে
রাতে এলেন না বাড়িতে, কোথাও গেলেন সায়নী ঘোষ? জল্পনা তুঙ্গে

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফের একবার নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে টলিউডের। এবার তৃণমূলের যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে নোটিস পাঠিয়েছে ইডি। জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ইডির নোটিসের পর আচমকাই বাড়িতে দেখা নেই সায়নীর। কোথায় গেলেন তিনি? ফোন করেও মিলছে না কোনও উত্তর। গলফগ্রিন এলাকায় নিউ বিক্রমগড়ের বাড়িতেও সকাল থেকে দেখা মেলেনি সায়নীর। ইডির পক্ষ থেকে আগামী শুক্রবার ৩০ জুন তলব করা হয়েছে সায়নী ঘোষকে। সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করা হয়েছে। সূত্রের খবর, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্তে উঠে আসে সায়নী ঘোষে নাম। এই সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নীর। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের গ্রেফতারির পর আর্থিক বিষয়ে তদন্ত করতে গিয়েই সায়নী ঘোষের নাম উঠে আসে। এমনকি সম্পত্তি কেনাবেচাতেও তাঁর নাম উঠে আসে। এই আর্থিক লেনদেন ও সম্পত্তি কেনাবেচার বিষয়টিকে সামনে রেখেই সানয়ী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ইডি সূত্রে খবর, তাঁর কাছ থেকে বেশ কিছু নথিও চাওয়া হয়েছে।

সূত্রের খবর, সায়নী ঘোষ বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সারাদিন আর বাড়ি ফেরেননি, এমনকি রাতেও আসেননি বাড়িতে। এদিকে, সায়নীর না থাকা প্রসঙ্গে তাঁর বাড়ির কেয়ারটেকার জানিয়েছেন, ‘ম্যাডাম নেই। সকালে গাড়ি নিয়ে বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন বলেননি। কখন কখন আসবেন কেউ জানে না।’ উল্লেখ্য, সায়নীর বেশ কয়েকটি ফ্ল্যাট আছে। সেগুলোর টাকা কোথা থেকে এল? আয়ের উৎস কী? কুন্তলের সঙ্গে কীভাবে যোগাযোগ? এই সব বিষয়ে ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তাই তাঁকে তলব করা হয়েছে শুক্রবার।

যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি সায়নীর। তিনি আসবেন নাকি হাজিরা এড়াবেন, সেই দিকেই আপাতত নজর সবার। বুধবার গল্ফগ্রিন এলাকায় সায়নী ঘোষের বাড়িতে গিয়ে দেখা মেলেনি সায়নী ঘোষের। নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীর কী ভূমিকা? সেই বিষয়েই জানতে চায় ইডি। বুধবার গল্ফগ্রিন এলাকায় সায়নী ঘোষের বাড়িতে গিয়ে দেখা মেলেনি সায়নী ঘোষের। তাই সায়নীর না থাকাকে নিয়ে জল্পনা তুঙ্গে।