মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

সুদূর সৌদিতে বসে মিনাখাঁয় মনোনয়ন জমা! অবশেষে ‘বিতর্কিত’ মনোনয়ন বাতিল করল কমিশন

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ১০:৫৫ পিএম | আপডেট: জুন ২৯, ২০২৩, ০৬:৫৬ পিএম

সুদূর সৌদিতে বসে মিনাখাঁয় মনোনয়ন জমা! অবশেষে ‘বিতর্কিত’ মনোনয়ন বাতিল করল কমিশন
সুদূর সৌদিতে বসে মিনাখাঁয় মনোনয়ন জমা! অবশেষে ‘বিতর্কিত’ মনোনয়ন বাতিল করল কমিশন

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগেই গিয়েছিলেন হজে। এরপর মক্কায় বসেই মিনাখাঁয় প্রস্তাবকের মাধ্যমে মনোনয়ন পেশ করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। কলকাতায় হাইকোর্টের নির্দেশে বাতিল হল তৃণমূল প্রার্থী মহরুদ্দিন গাজির মনোনয়ন। আদালতের নির্দেশে মহরুদ্দিন গাজির প্রার্থীপদ খারিজ করল রাজ্য নির্বাচন কমিশন।

এদিকে, সৌদি আরবে বসে মিনাখাঁয় মনোনয়ন পেশের অভিযোগ উঠতেই চাঞ্চল্য ছড়ায় রাজ্যে। জল গড়ায় আদালত পর্যন্ত। দায়ের হয় মামলা। গত ১০ জুন মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী হিসেবে মহরুদ্দিন গাজির মনোনয়ন জমা পড়ে। অভিযোগ ওঠে যে, প্রার্থী নিজে এসে মনোনয়ন জমা দেননি। নিয়মভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। কারণ এ দেশের নির্বাচনী আইন অনুযায়ী, প্রার্থীকে সশরীরে এসে মনোনয়ন জমা দিতে হয় এবং তা বাধ্যতামূলক। গত ২৪ জুন এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা কমিশনকে সমস্ত বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন এবং অভিবাসন থেকেও ওই ব্যক্তির বিদেশ যাতায়াতের তথ্য চেয়ে পাঠান।

সমস্ত বিষয়টি খতিয়ে দেখার পর জানা যায়, গত ৪ জুন হজের জন্য মক্কা রওনা হয়েছিলেন মহরুদ্দিন। অভিবাসন থেকে পাওয়া তথ্য বলছে, ১৬ জুন দেশে ফেরেন তিনি। সেক্ষেত্রে প্রশ্ন ওঠে তাহলে তিনি নিজে কীভাবে ১০ জুন তারিখে মনোনয়ন জমা দিলেন? সেক্ষেত্রে মনোনয়ন পত্র ও হলফনামায় তাঁর সই জাল করে জমা দেওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগে সরব হয় বিরোধীরা।

তথ্য প্রমাণ খতিয়ে দেখে মনোনয়নে জালিয়াতির বিষয়টি প্রতিষ্ঠা পায়। এরপরই আদালত নির্বাচন কমিশনকে প্রার্থীর আবেদনপত্র খারিজ করার নির্দেশ দেন। সেই মতো বৃহস্পতিবার মহরুদ্দিন গাজির মনোনয়ন বাতিল করল কমিশন। এই বিষয়ে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, মহরুউদ্দিন গাজী গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসাবে সৌদি আরব থেকে প্রস্তাবকের মাধ্যমে কাগজপত্র জমা দিয়েছিলেন। সেসময় তিনি দেশেই ছিলেন না। তাই প্রার্থী পদের সমস্ত বিষয়বস্তু বাতিল করা হয়েছে।