শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এবার অক্সিজেনের ঘাটতি মেটাতে অক্সিজেন প্লান্ট তৈরির কাজ শুরু হল কৃষ্ণনগর জেলা হাসপাতালে

০৬:০৮ পিএম, মে ৫, ২০২১

এবার অক্সিজেনের ঘাটতি মেটাতে অক্সিজেন প্লান্ট তৈরির কাজ শুরু হল কৃষ্ণনগর জেলা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদনঃ নদিয়াঃ মলয় দেঃ করোনা পরিস্থিতি খুবই খারাপের দিকে তা প্রত্যেক দিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া করোনা আক্রান্ত এবং মৃত্যুর ডেটা রিপোর্ট দেখলেই বোঝা যাচ্ছে। নদীয়া জেলা হাসপাতাল জেলা সদর শহর কৃষ্ণনগরে অবস্থিত। সেখানেই আজ দেখা গেলো বেসরকারি সংস্থার কাছ থেকে জরুরি প্রয়োজনের জন্য অক্সিজেন সিলিন্ডার কোভিড আক্রান্ত পরিবার কাছে দিয়ে রাখতে।

আর সেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাসপাতালের বাহিরে বসে আছে কোভিড আক্রান্তের এক পরিবার। তবে সরকারি ভাবে অক্সিজেন এর ঘাটতি নেই বললেও বেসরকারি সূত্রের খবর অনুযায়ী অক্সিজেনের ঘাটতি রয়েছে বলেই জানা যাচ্ছে। পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে অনেকেই মারা যাচ্ছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জেলা হাসপাতালে পর্যাপ্ত পরিমানেই অক্সিজেন রয়েছে।

তবে জরুরি প্রয়োজনের কারণেই বেসরকারি সংস্থা থেকে অক্সিজেন সিলিন্ডার এনে রেখেছেন তারা। এছাড়া তারা জানান এরজন্য সুপারের লিখিত অনুমতিও নিয়েছেন তারা। অন্যদিকে অক্সিজেনের ঘাটতি মেটাতে এবার কৃষ্ণনগর জেলা হাসপাতালেই অক্সিজেন প্লান্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবং জোরকদমে চলছে প্লান্ট তৈরির কাজ।