শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

রাত পোহালেই পয়লা বৈশাখ! রইলো লক্ষ্মী-গণেশ পুজোর নির্ঘণ্ট

০২:৫১ পিএম, এপ্রিল ১৪, ২০২১

রাত পোহালেই পয়লা বৈশাখ! রইলো লক্ষ্মী-গণেশ পুজোর নির্ঘণ্ট

বংনিউজ২৪x৭ ডেস্কঃ কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই মতই চৈত্র মাসের গাজন শেষ হতেই আরও এক পার্বণ হাজির হয়েছে। রাত পোহালেই বাঙালির নববর্ষ। নতুন বাংলা বছরের সূচনা। পয়লা বৈশাখ মানেই নতুন জামা পড়ার দিন। দুর্গাপুজোর মত পয়লা বৈশাখের অপেক্ষায় থাকে ছোটরা, কারণ নতুন জামা পরতে পাওয়া যাবে।

অন্যদিকে গুপ্তযুগের জ্যোর্তিবিদ বরাহমিহির এর ‘বৃহৎ সংহিতা’ থেকে জানা যায় - প্রথম চন্দ্রগুপ্ত তাঁর অভিষেকের দিন গুপ্তাব্দের সূচনা করেন ২৪০ অব্দে (৩১৯ খ্রীঃ) ১লা বৈশাখ এ। তাই এদিন হালখাতা শুভ সূচনা দিবস হিসেবেও ধরা হয়ে থাকে। এদিন সর্বসিদ্ধিদাতা গনেশ ও ধনদেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে।

আগত নতুন বাংলা বছরে লক্ষ্মী-গণেশ পুজোর নির্ঘণ্ট সম্পর্কে বিস্তারিত দেওয়া হল। একনজরে দেখে নিন.. বাংলা তারিখ – ১লা বৈশাখ ১৪২৮ , বৃহস্পতিবার (ইং তারিখ - ১৫/৪/২০২১) পুজোর মাহেন্দ্রযোগ রয়েছে - সকাল ৭.০১ -এর মধ্যে। আবার বেলা ১০.২২ থেকে ১২.৫২ পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত – ১১.১২ থেকে ১২টা পর্যন্ত।