শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

আজকের স্পেশাল রেসিপি তাল শাঁসের পায়েস, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি

সৌভিক বেজ

প্রকাশিত: মে ৩০, ২০২৩, ১২:০১ পিএম | আপডেট: মে ৩০, ২০২৩, ০৮:০১ এএম

আজকের স্পেশাল রেসিপি তাল শাঁসের পায়েস, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি
আজকের স্পেশাল রেসিপি তাল শাঁসের পায়েস, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি

প্রয়োজনীয় উপকরণ: দুধ ১ লিটার, পোলাওর চাল ১ কাপ, চিনি পৌনে ১ কাপ, লবণ ১ চিমটি, কোড়ানো নারকেল ১ কাপ ও তালের শাস ১ কাপ নিয়ে নিন।

প্রস্তুত প্রনালী: প্রথমে চুলায় প্যান বসিয়ে তাতে দুধ জ্বাল দিয়ে নিন। এরপর ধুয়ে জল ঝরিয়ে রাখা পোলাওর চাল অল্প আঁচে সেদ্ধ করে নিতে হবে। চাল সেদ্ধ হয়ে দুধ কিছুটা ঘন হয়ে আসলে ডাল ঘুটনি বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে চাল ভেঙে দিতে হবে।

এরপর নেড়ে একে একে চিনি ও লবণ মিশিয়ে দিন পরিমাণমতো। অল্প সময় নেড়ে চিনির জল শুকিয়ে আবারও একটু ঘন হয়ে আসবে, তখন তাতে দিয়ে দিন কোড়ানো নারকেল ও লম্বা করে কেটে নেওয়া তালের শাস।

কয়েকবার নেড়ে মিশিয়ে নিতে হবে, তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে তালের শাসের পায়েস। এই রেসিপিতে কোনো কিছু মেপে নেওয়ার প্রয়োজন নেই। সব উপকরণ আন্দাজমতো নিলেই হবে।