শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

'খুশ রহিয়ে', কোভিড রোগীদের জন্য মায়ের বানানো খাবারের প্যাকেটে বিশেষ বার্তা এই খুদের!

০৪:১৭ পিএম, মে ২০, ২০২১

'খুশ রহিয়ে', কোভিড রোগীদের জন্য মায়ের বানানো খাবারের প্যাকেটে বিশেষ বার্তা এই খুদের!

কোভিড পরিস্থিতিতে কার্যত বিপর্যস্ত গোটা দেশ। ভয়াবহ এই ভাইরাসের মোকাবিলায় কার্যত হিমশিম খেয়ে যাচ্ছেন দেশের চিকিৎসক থেকে শুরু করে প্রশাসন বাহিনী। এই অবস্থায় দেশের যেদিকেই চোখ ফেরানো যায় নজরে পড়ছে শোচনীয় সব দৃশ্য। তবে এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে কিছু কিছু এমন দৃশ্য, যা দেখে মন যেন নিমেষেই ভালো হয়ে যায়। যা ছড়িয়ে দেয় ইতিবাচক বার্তাও।

সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ছবি। তাতে দেখা যাচ্ছে, মায়ের বানানো খাবারের প্যাকেটের ওপর এক মনে হিন্দিতে 'খুশ রহিয়ে' লিখছে সবুজ জামা পরা খুদে এক শিশু। অর্থাৎ খাবার হাতে পাওয়া কোভিড আক্রান্তদের সে যেন বলতে চাইছে, 'খুশিতে থাকুন, ভালো থাকুন'। কোভিড রোগীদের মনোবল বাড়াতে শিশুটির এই প্রচেষ্টা বেশ নজর কেড়েছে নেটিজেনদের।

https://twitter.com/manishsarangal1/status/1394562905132060676?s=20

জানা গিয়েছে, শিশুটির মা পাঞ্জাবের জলন্ধরের এক মহিলা। বর্তমান পরিস্থিতিতে করোনা আক্রান্তদের জন্য নিজে হাতে খাবার পাঠিয়ে সাহায্য করছেন তিনি। আর তাঁর ছোট্ট ছেলেটি সেই খাবারের প্যাকেটের ওপর লিখে দিচ্ছে বিশেষ বার্তা। আর তা দেখেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে তুলেছেন ছেলেটিকে। আসলে, দেশের এই কঠিন পরিস্থিতিতে টুকরো টুকরো এই দৃশ্যগুলোই যেন বেঁচে থাকার সাহস জোগাচ্ছে। ছড়িয়ে দিচ্ছে সদর্থক কিছু বার্তা। এই লড়াইয়ে আমরা সকলেই যেন এভাবে মিলেমিশেই রয়েছি!

https://twitter.com/YashPar41765974/status/1395000846375555078?s=20 https://twitter.com/serenesubedi/status/1394953105175810053?s=20