শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বড় খবর! LPG গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে এবার গ্রাহকরা পাবেন এই বিশেষ সুবিধা! জেনে নিন কী?

০৯:০০ পিএম, জুন ১০, ২০২১

বড় খবর! LPG গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে এবার গ্রাহকরা পাবেন এই বিশেষ সুবিধা! জেনে নিন কী?

LPG গ্রাহকদের জন্য বড় খবর! গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এল পেট্রোলিয়াম মন্ত্রক৷ যা ফলে এবার থেকে খুব সহজেই নিজের ইচ্ছামতো গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন গ্রাহকেরা। পোহাতে হবে না আর কোনও ঝামেলা।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও ন্যাচরাল গ্যাস মন্ত্রকের পক্ষ জানা গিয়েছে, এবার থেকে LPG গ্রাহকেরা সরাসরি ডিস্ট্রিবিউটার নির্বাচন করতে পারবেন। ফলে বুকিংও সহজে হবে। আপাতত দেশের চণ্ডীগড়, কোয়েম্বাটুর, গুরগাঁও এবং রাঁচির গ্রাহকেরাই এই সুবিধা পাবেন। ওই শহরগুলিকে এই পরিষেবা চালু হলে দেশের বিভিন্ন শহরেও ধীরে ধীরে চালু হবে তা। দেশজুড়ে থাকা সকল গ্রাহকেরাই তারপর পেয়ে যাবেন এই সুবিধা।

প্রসঙ্গত, গত ১ জুন থেকেই রান্নার গ্যাসের দামে বদল এসেছে। ১৯ কেজির সিলিন্ডারে কমেছে গ্যাসের দাম৷ দিল্লিতে সিলিন্ডার প্রতি ১২২ টাকা কমেছে সেই দাম। মে মাসে দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,৫৯৫.৫০ টাকা ৷ বর্তমানে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১,৪৭৩.৫ টাকা৷ তবে ঘরোয়া ভর্তুকিহীন গ্যাসের দামের কোনও পরিবর্তন হয়নি৷ ১৪ কেজি ঘরোয়া রান্নার গ্যাসের দামেও কোনও বদল ঘটেনি।