শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এই চার সংখ্যা কোড ছাড়া মিলবে না এলপিজি সিলিন্ডার! রইলো বিস্তারিত

০৩:০১ পিএম, এপ্রিল ২৭, ২০২১

এই চার সংখ্যা কোড ছাড়া মিলবে না এলপিজি সিলিন্ডার! রইলো বিস্তারিত

বংনিউজ২৪x৭ ডেস্কঃ এলপিজি সিলিন্ডার পেতে গেলে থাকতে হবে চার সংখ্যার কোড। এই কোড টি অত্যন্ত প্রয়োজনীয় গ্রাহকদের ক্ষেত্রে। এই কোড থাকার কারণে গ্যাসের কালোবাজারি কিছুটা হলেও কম হবে। কেউ বেশি দামে বিক্রি করতে পারবে না রান্নার গ্যাস। তবে ইন্ডেনের গ্যাসের (Indane) সংযোগ রয়েছে সেসব গ্রাহকদের তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য।

উল্লেখ্য ইন্ডিয়ান অয়েলের (Indian Oil Corporation) তরফে গ্রাহকদের বিশেষ সুবিধা দানে ক্ষেত্রে চার সংখ্যার একটি DAC নম্বর দেওয়া হয়ে থাকে। DAC-এর সম্পূর্ণ অর্থ ডেলিভারি অথেন্টিকেশন কোড। এই নম্বর সিলিন্ডার ডেলিভারির সময়ে প্রয়োজন হয়ে থাকে।

প্রসঙ্গত গ্যাসের সিলিন্ডার বুক করার সময় গ্রাহকের রেজিস্টার্ড নম্বরে SMS এর দ্বারা চার সংখ্যার DAC নম্বর যায় ৷ এবং সিলিন্ডার ডেলিভারির সময় গ্রাহকে ওই চার সংখ্যার DAC নম্বরটি দেখাতে হয়। ওই নম্বর দেখানোর পরই গ্রাহক তার বুক করা সিলিন্ডার হাতে পান।