শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

হাসপাতালে বোমার আঘাতে আহত মন্ত্রীকে দেখে মুখ্যমন্ত্রী জানালেন, ‘জাকির হোসেন ভালো আছেন’

১০:৪৯ পিএম, ফেব্রুয়ারি ২২, ২০২১

হাসপাতালে বোমার আঘাতে আহত মন্ত্রীকে দেখে মুখ্যমন্ত্রী জানালেন, ‘জাকির হোসেন ভালো আছেন’
বংনিউজ২৪x৭ডিজিটাল ডেস্কঃ নিমতিতা স্টেশনে বিস্ফোরণে আহত রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন ভালো আছেন। এসএসকেএম-এ মন্ত্রীকে দেখে, বেরিয়ে একথাই এদিন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে কথা বলার পর, মুখ্যমন্ত্রী জানালেন, ‘জাকির হোসেন ভালো আছেন।’ তিনি আরও জানিয়েছেন যে, উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে তাঁকে।পাশাপাশি এদিন তিনি চিকিৎসকদেরও ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি, বুধবার রাতে কলকাতা যাচ্ছিলেন জাকির হোসেন। রাতে নিমতিতা স্টেশন থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেস ধরার জন্য ২ নম্বর প্লাটফর্মে যাচ্ছিলেন তিনি। সঙ্গে দলীয় কর্মীরাও ছিলেন। তখনই বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে গুরুতর জখম হন মন্ত্রী-সহ আরও অনেকেই। বিস্ফোরণের তীব্রতায় জখম হন শ্রমমন্ত্রী জাকির হোসেন-সহ কমপক্ষে ২৩ জন। মন্ত্রীর হাতে এবং পায়ে গুরুতর আঘাত ছিল। সঙ্গে সঙ্গে তাঁদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এই ঘটনায় মন্ত্রীর সঙ্গে থাকা অনেকেরই হাত এবং পা উড়ে গেছে। সরকারের তরফে, তাঁদের কৃত্রিম অঙ্গের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি মন্ত্রীকে দেখে এসে জানান যে, মন্ত্রী ভালো আছেন। তবে তাঁর চোখ-মুখ ফুলে রয়েছে। ইতিমধ্যেই দুটো অপারেশন হয়ে গেছে জাকির হোসেনের। পাশাপাশি তিনি এও উল্লেখ্য করেন যে, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে, রোগীর বেশি কাছে যাওয়া উচিত নয় এই মুহূর্তে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি রীতিমতো উত্তপ্ত। ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই এডিজি সিআইডি অনুজ শর্মার নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। বিশেষ তদন্তকারী দলে রয়েছে এসটিএফ, আইবি, সিআইএফ, স্থানীয় পুলিশ।