শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কেন্দ্রের অনুদানে চলা প্রকল্পগুলির কাজ দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল! কী বললেন মুখ্যমন্ত্রী

০৮:২২ পিএম, আগস্ট ২৫, ২০২১

কেন্দ্রের অনুদানে চলা প্রকল্পগুলির কাজ দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল! কী বললেন মুখ্যমন্ত্রী

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বাংলায় কেন্দ্রের অনুদানে চলা প্রকল্পগুলির কাজ কেমন চলছে, তা দেখতে এবার রাজ্যে এল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। এই বিষয়ে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বিষয়ে জানান যে, ‘কেন্দ্রীয় সরকার লোকজন পাঠিয়ে কী দেখছে আমরা কাজটা করছি কিনা! ওদের বোঝা উচিত বাংলা সব ক্ষেত্রে এক নম্বরে।’  উল্লেখ্য, সাম্প্রতিককালে একাধিক প্রকল্পের বাস্তবায়নে বাংলার প্রশংসা করছে কেন্দ্র সরকার। সেই প্রসঙ্গ টেনে, মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা একশো দিনের কাজে এক নম্বরে। বাংলা আবাস যোজনায় এক নম্বরে। ক্ষমতা থাকলে করে দেখাক। বাংলার বাড়িতে বাংলা এক নম্বরে। স্কিলে বাংলা এক। করে দেখাক। এমএসএমই-তে বাংলা এক। করে দেখাক। আরও আছে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন যে, ‘কিছু পারে না খালি দেশটাকে বিক্রি করে দিচ্ছে। রেল বিক্রি করছে। স্টেশন বিক্রি করছে। ফোর্ট বিক্রি করছে। পাবলিক সেক্টর বিক্রি করছে। ইনসুরেন্স বিক্রি করছে। সব বিক্রি করে দিচ্ছে। ওই টাকাগুলি নিয়ে গিয়ে রিজার্ভ ভান্ডারে রেখে শুধু ইলেকশন করবে। ক্ষমতায় থাকবে। আর ক্ষমতায় থাকার জন্য দেশটাকে বিক্রি করে দেবে। এই সরকারকে সমর্থন করি না। আগে দেশ বাঁচাতে বলুন। তার পর বাংলায় আসবেন। ডেলিপ্যাসেঞ্জারির মতো বাংলায় এসেছিল, দেখে নিয়েছে রেজাল্টটা কী হল!’

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে কেন্দ্রের মোদী সরকারের আর্থিক অনুদানে চলা প্রকল্পগুলি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় গ্রামোয়ন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের আধিকারিকরা। জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া অর্থ যথাযথ ভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন তাঁরা।