শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

দিল্লি গিয়েই বিজেপি বিরোধী দলনেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা!

০৬:০৮ পিএম, জুলাই ২৪, ২০২১

দিল্লি গিয়েই বিজেপি বিরোধী দলনেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা!

২৬ জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়েই ২৮ জুলাই অবিজেপি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। ওইদিন দিল্লীর বঙ্গভবনের লনে দুপুর তিনটে থেকে হবে বৈঠক। জানা গিয়েছে ওই বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরাও উপস্থিত থাকতে পারেন।

একুশের মঞ্চ থেকেই অবিজেপি দলগুলিকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গঠন করার ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনে জয় হাসিল করতে গেলে এখন থেকেই কোমর বেঁধে নামতে হবে দল গুলিকে। তাই দিল্লী গিয়েই বিজেপি বিরোধী দল গুলির সঙ্গে বৈঠক করতে চলেছেন মমতা।

এদিকে ওই দিনের বৈঠকে কোন কোন দলের নেতারা থাকবেন তা নিয়ে ইতিমধ্যেই তালিকা তৈরি করতে চলেছে দল। সূত্রের খবর, শীঘ্রই সেই তালিকা তৈরি করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তাঁরা। অন্যদিকে, ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরের।

প্রসঙ্গত, দিল্লীতে গিয়ে ইতিমধ্যেই সোনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। কিন্তু আলাদা ভাবে মুখ্যমন্ত্রীর এই বৈঠক যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা বলাই যায়।