শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ফের নন্দীগ্রামে মমতা, ভোটের শেষ কটা দিন থাকবেন সেখানেই

০৯:১৪ এএম, মার্চ ২৮, ২০২১

ফের নন্দীগ্রামে মমতা, ভোটের শেষ কটা দিন থাকবেন সেখানেই

ভোটের মুখে বরাবরই নজর নন্দীগ্রামে। মুখ্যমন্ত্রী কবে সেখানে প্রচার করতে যাবেন তা ছিল শুধু সময়ের অপেক্ষা। সেই অপেক্ষা কাটিয়ে আজ রবিবার থেকেই নন্দীগ্রামে প্রচারে যাচ্ছেন মমতা। আজ দুপুরে চণ্ডীপুরে সভা করার কথা রয়েছে তাঁর।

প্রথম থেকেই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। এখানের প্রার্থীরাও সকলেই হেভিওয়েট। তাই নন্দীগ্রাম এবারের নির্বাচনে বিশেষ কেন্দ্র। এখানের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমানে সমানে টক্কর হবে বিজেপির শুভেন্দু অধিকারীর।

নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। এরপর তার চলতি মাসের ২০ তারিখ নন্দীগ্রাম যাওয়ার কথা থাকলেও সেই সফর বাতিল করা হয়। পায়ে চোট নিয়ে তিনি দোতলা বাড়িতে উঠতে পারবেন না বলেই এহেন সিদ্ধান্ত বলে জানানো হয়।

এদিকে, ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট নন্দীগ্রামে। তাই তার আগেই সেখানে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। থাকবেন ভোট পর্যন্ত। আজ চণ্ডীপুরে সেখানের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর সমর্থনে সভা করবেন তিনি। এরপর নন্দীগ্রাম গিয়ে সেখানের মানুষের সঙ্গে দোল উৎসবে মিলিত হবেন। এরপর বিরুলিয়াতেও সভা করার কথা রয়েছে তাঁর।