শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সরকার গঠনের প্রস্তুতি নিতে আজ রাজভবনে যেতে পারেন মমতা!

০৯:৪১ এএম, মে ৩, ২০২১

সরকার গঠনের প্রস্তুতি নিতে আজ রাজভবনে যেতে পারেন মমতা!

রাজ্য রাজ্যপালের সংঘাত যেন মেটার নয়। ভোট মিটতে রাজ্যজুড়ে যে হিংসা ছবি দেখা গেছে তা নিয়ে সরব হয়ে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এমনকি মুখ্যমন্ত্রী কে সমস্ত ঘটনার ব্যাখ্যাও করেছেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন জয়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন বলে টুইটে লেখেন রাজ্যপাল।

এরপরেই রাজ্যপাল জানান, সরকার গঠনের প্রস্তুতি শুরু করতে আজ সোমবার সন্ধ্যা ৭ টায় তৃণমূল সুপ্রিমো রাজভবনে উপস্থিত হবে। এর আগে বহুবার রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেও তা ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ। এবার তৃতীয় বারের জন্যও সরকার গ্রহণের প্রস্তুতি নিতেই ফের রাজ ভবন যাবেন তিনি।

প্রসঙ্গত, গতকাল তৃণমূলের জয়ের পরেই রাজ্যপাল টুইট করেন। লেখেন, "মানুষের রায় মাথা পেতে স্বীকার করাই গণতন্ত্রের আসল মূল্যবোধ। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। কোভিড গাইডলাইন মেনে চলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে স্বাগত জানাই। আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন এবং রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে কথা বলেছি।"

তিনি আরও জানান, "মমতা তাঁকে আশ্বস্ত করেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।"