শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

'গরু ও কয়লা পাচারকাণ্ডে বিজেপি-তৃণমূল আঁতাত', বিস্ফোরক অভিযোগ সেলিমের

০৯:১১ এএম, ফেব্রুয়ারি ২৩, ২০২১

'গরু ও কয়লা পাচারকাণ্ডে বিজেপি-তৃণমূল আঁতাত', বিস্ফোরক অভিযোগ সেলিমের
'গরু ও কয়লা পাচারকাণ্ডে বিজেপি-তৃণমূল আঁতাত' সরাসরি অভিযোগ দাগলেন সেলিম। সিবিআই হানা থেকে কয়লা পাচার একের পর এক বিষয়ে সরব হলেন পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এই প্রসঙ্গে মহম্মদ সেলিম আরও বলেন,' কেন্দ্র রাজ্য বোঝাপড়া ছাড়া কয়লা ও গরু পাচার সম্ভব নয় । গরু পাচারে তৃণমূলের সঙ্গেই বিএসএফ যুক্ত'। কেন্দ্রীয় মন্ত্রীদের ছেলে-মেয়েদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপোর যোগসাজশের অভিযোগ তোলেন তিনি । তাঁর আরও অভিযোগ, 'যারা নরদা কাণ্ডে ধরা পড়েছিল তারাই আজ বিজেপিতে গিয়ে সাধু হয়ে গেল। তৃণমূল ছোট সিন্ডিকেট হলে বিজেপি বড় সিন্ডিকেট। যখন কয়লা চুরি হচ্ছে তখন বিজেপি পুরো কয়লা খনিই বিক্রি করে দিচ্ছে'। সেলিম কটাক্ষ করে বলেন, 'সিবিআই হানা এখন ভোটের আগে লোক দেখানো। পুজো উৎসব ক্যালেন্ডার মেনে হয়। তেমনি ইডি সিবিআই ভোটের ক্যালেন্ডার মেনে হচ্ছে।কটাক্ষ সেলিমের। এদের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। পাচারকারী কে তৃণমূল থেকে বিজেপিতে পাচার করলেই সব তদন্ত বন্ধ হয়ে যাবে। ইডি সিবিআই হানা মানে বিজেপিতে আমন্ত্রণ পত্র'।