শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

'কোপা জিতেই ভারতে প্রথম বিজ্ঞাপন!' বিড়ির প্যাকেটে মেসির ছবিকে ঘিরে হাসির রোল নেটদুনিয়ায়

০৭:৪৪ পিএম, জুলাই ১৪, ২০২১

'কোপা জিতেই ভারতে প্রথম বিজ্ঞাপন!' বিড়ির প্যাকেটে মেসির ছবিকে ঘিরে হাসির রোল নেটদুনিয়ায়

আর্জেন্টিনার হয়ে সদ্য কোপা জিতেছেন লিওনেল মেসি। তারপরই ভারতে বিড়ির প্যাকেটে এবার দেখা গেল তাঁর ছবি। মুর্শিদাবাদের ধুলিয়ানের একটি বিড়ি প্রস্তুতকারী সংস্থা সম্প্রতি বাজারে এনেছে নতুন 'মেসি বিড়ি'। সেই প্যাকেটে ব্যবহার হয়েছে মেসির নাম এবং ছবি। বলাই বাহুল্য কোপা জেতার পর জোরদার ব্র‍্যান্ডিংয়ের জন্যই আর্জেন্টেনীয় ফুটবল তারকার নাম ব্যবহার করা হয়েছে।

https://twitter.com/rupin1992/status/1414756007868198919?s=20

বিষয়টি সর্বপ্রথম নেটমাধ্যমের সামনে আনেন আইপিএস অফিসার রুপিন শর্মা। সেখানে তিনি মজার ছলে লেখেন, 'কোপা জেতার পরই ভারতে প্রথম বিজ্ঞাপনের সুযোগ মেসির'! এরপরই সেটি ভাইরাল হয়ে যায়। 'মেসি বিড়ি'র নাম এখন মুর্শিদাবাদের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তা দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।

https://twitter.com/Akashtv1Soni/status/1414885132784177152?s=20

নেটিজেনদের কেউ মন্তব্য করেছেন, 'মেসি আদৌ এ বিষয়ে কিছু জানেন কি?' অনেকে বলেছেন, 'শুধু ভারতেই এটা সম্ভব'! বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের ছবির বিড়ির প্যাকেটে ছাপিয়ে দেওয়াতে অনেকে অবাকও হয়েছেন। তবে অধিকাংশ নেটিজেনই মজার ছলে বিষয়টি নিয়েছেন। তাঁরাও রুপিন শর্মার সঙ্গে সুর মিলিয়ে মন্তব্য করেন, 'দুর্দান্ত সাফল্য। কোপা জিতেই ভারতে প্রথম বিজ্ঞাপন পেয়ে গেলেন মেসি।'

https://twitter.com/GauravM1630/status/1414898110107512835?s=20

উল্লেখ্য, এর আগে মুর্শিদাবাদে পর্তুগীজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামের বিড়িও তৈরি হয়েছিল। সেই বিড়ির প্যাকেটে পর্তুগাল ফুটবল সুপারস্টারের ছবিসহ নাম দেওয়া হয়েছিল 'রোনাল্ডো বিড়ি'। সেটিও বেশ ভাইরাল হয়েছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে ফের আরেকবার মজা করা হয়েছে।

https://twitter.com/PujariDipak/status/1415229146888736769?s=20