শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

২২ বছরের দীর্ঘ কেরিয়ারে এই নিয়ে ৮ বার, ওয়ান-ডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে মিতালী রাজ!

১০:০৫ পিএম, জুলাই ৬, ২০২১

২২ বছরের দীর্ঘ কেরিয়ারে এই নিয়ে ৮ বার, ওয়ান-ডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে মিতালী রাজ!

ফের মহিলাদের একদিনের ক্রিকেটের শীর্ষে মিতালী রাজ। আইসিসি উওম্যান ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাট হলেন মিতালি। এই নিয়ে ৮ বার। মহিলাদের পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখন সবার সেরা ভারত অধিনায়ক। দীর্ঘ ২২ বছরের কেরিয়ারে এও এক প্রাপ্তি তো বটেই!

উল্লেখ্য, সদ্যই ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। সিরিজ খেলতে নামার আগে ব়্যাঙ্কিংয়ের ৮ নম্বরে ছিলেন মিতালী। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে বাইজ গজে নেমে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। ভারত সিরিজ ১-২ তে হারলেও সিরিজের সর্বোচ্চ ২০৬ রান এসেছে মিতালীরই ব্যাট থেকে৷ প্রথম ম্যাচে ৫৯ রান করেছিলেন মিতালী। তারপর শেষ ম্যাচে তাঁর অপরাজিত ৭৫ রানের ইনিংসের সুবাদেই ম্যাচটি জিতে নেয় ভারতীয় মহিলা দল। আর এই নজরকাড়া পারফরম্যান্সের জেরেই র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে আসেন মিতালী।

https://twitter.com/ICC/status/1412325531090001920?s=20

দিন কয়েক আগেই বাইশ গজে আরেক ইতিহাসের সৃষ্টি করেছেন মিতালী। মহিলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে মহিলাদের মধ্যে সর্বোচ্চ রানের অধিকারিনীও হন ভারত অধিনায়ক। মিতালীর ঝোলায় এখন মোট ১০,২৭৭ রান। যার মধ্যে টেস্টে ৬৬৯, ওয়ানডে ক্রিকেটে ৭২৪৪ এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ২৩৬৪ রান। তিনি পিছনে ফেলে দিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে। তারপর ফের নজির গড়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে চলে এলেন তিনি। প্রসঙ্গত, ২০০৫ সালে প্রথমবারের মতো মহিলাদের মধ্যে এক নম্বর হয়ে ওঠেন মিতালী। সেবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে ৯১ রানের ইনিংস খেলে এই স্থান পান তিনি।

https://twitter.com/ICC/status/1411686594940129293?s=20