টার্গেট একুশের ভোট। বাংলার মানুষের মন পেতে এবং বাংলার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে কোন সুযোগই ছাড়ছে না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এবার
নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন কর্মসূচিতে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সূত্রে খবর এমনটাই। ভার্চুয়াল মাধ্যমে মেট্রো উদ্বোধন কর্মসূচিতে অংশ নিতে পারেন তিনি। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে পারেন তিনি।
এমনকি তাঁকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, জানা গেছে এমনটাই। প্রসঙ্গত, শেষবারের মতো মে মাসে শেষবারের মতো বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় দমদম বিমানবন্দরে নেমেই হেলিকপ্টারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেছিলেন তিনি। কিছুদিন আগেই রাজ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়ালি মেট্রো উদ্বোধন প্রকল্পের উদ্বোধনে অংশ নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।