শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা গ্রাফ নিম্নমুখী! সামান্য কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

০৭:২৩ পিএম, সেপ্টেম্বর ১৬, ২০২১

গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা গ্রাফ নিম্নমুখী! সামান্য কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে করোনার দৈনিক সংক্রমণে এবং মৃত্যুর সংখ্যায় ওঠানামা অব্যাহত। করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত। এর সঙ্গেই আবার রয়েছে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিতও। এর মধ্যেই আবার রাজ্যের করোনা গ্রাফে ওঠানামা জারি রয়েছে। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে ফের নতুন করে চিন্তা বাড়াচ্ছে কলকাতা এবং উত্তর ২৪ পরগণা জেলার বাড়তে থাকা সংক্রমণ। গতকালই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ে। তবে, স্বস্তি দিয়ে বেড়েছিল সুস্থতার সংখ্যা। গতকালের পর,  গত ২৪ ঘণ্টায় সামান্য কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৭ জন। গতকালের থেকে সংক্রমণ সামান্য কমল। গতকাল রাজ্যে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭৪৩ জন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণের নিরিখে এদিন প্রথম স্থানে উঠে এসেছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৯ জন। গতকাল এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩০ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা জেলা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১২৫ জন। গতকালের থেকে সংক্রমণ কমেছে উত্তর ২৪ পরগণা জেলায়। গতকাল এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪২ জন। এই দুই জেলার বাড়তে থাকা সংক্রমণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্য দফতরের। আর এদিনও সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে হুগলি জেলা। একদিনে সেখানে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫২ জন। এছাড়া বাকি সব জেলা থেকেই গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের খবর এসেছে। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ১৫ লক্ষ ৫৯ হাজার ৫৬৭ জন।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৭ জন। গতকালের থেকে মৃত্যুর সংখ্যা সামান্য কম। গতকাল রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল ১৪ জন। এদিকে, রাজ্যে একদিনে করোনায় মৃত্যুর নিরিখে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগণা জেলা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ২ জন। এছাড়া আলিপুরদুয়ার, দার্জিলিং, নদীয়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগণা জেলায় গত ২৪ ঘণ্টায় ১ জন করে করোনায় প্রাণ হারিয়েছে্ন। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৬২০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭২৫ জন। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা সামান্য বেশি। তবে, গতকালের দৈনিক সুস্থতার সংখ্যার থেকে কম। গতকাল রাজ্যে করোনার দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৭৫৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট ১৫ লক্ষ ৩২ হাজার ৯২২ জন। এই মুহূর্তে রাজ্যে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮ হাজার ২৫ জন। পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ রুখতে কোভিড পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে রাজ্যে।