শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

গমের ওপর রঙ-তুলি দিয়ে ক্ষুদ্রতম সরস্বতী এঁকে নজির গড়লেন নবদ্বীপের অঙ্কন-শিল্পী!

০৭:৫১ পিএম, ফেব্রুয়ারি ১৮, ২০২১

গমের ওপর রঙ-তুলি দিয়ে ক্ষুদ্রতম সরস্বতী এঁকে নজির গড়লেন নবদ্বীপের অঙ্কন-শিল্পী!
ক্ষুদ্র একটি গমের বীজের ওপর মা সরস্বতীর প্রতিমা তৈরি করে নজির গড়লেন নদীয়ার নবদ্বীপের শিল্পী, গৌতম সাহা। তিন দিনের অক্লান্ত পরিশ্রমের পর বাগদেবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে গমের ওপর ফুটিয়ে তুললেন তাঁর মূর্তি। পেশায় অঙ্কন শিক্ষক গৌতম বাবুর বাড়ি চৈতন্য ভূমি, মন্দির নগরী নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রতাপ নগর শ্রীনগর কলোনি এলাকায়। একমাত্র নেশা রং তুলির মাধ্যমে বিভিন্ন দেব দেবী এবং মনীষীদের প্রতিকৃতি ফুটিয়ে তোলা। সেই নেশার বশেই এবার ক্ষুদ্রতম সরস্বতীর প্রতিকৃতি গড়ে তুললেন তিনি। তাও ছোট্ট একটি গমের বীজেই! পারিবারিক সূত্রে ছোটবেলা থেকেই সাংস্কৃতিক এবং শৈল্পিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন গৌতম বাবু। তাই ছেলেবেলা থেকেই শিল্পের প্রতি তাঁর অমোঘ টান। বর্তমানে যা নেশায় পরিণত হয়েছে। রঙ-তুলি ছাড়াও সিমেন্ট, চক এবং মাটির সাহায্যেও ইতিমধ্যে একাধিক মূর্তি গড়ে ফেলেছেন তিনি। নিত্য নতুন সৃষ্টি ঝোঁকে প্রায় প্রতিদিনই তাঁর হাতে ফুটে ওঠে নতুন সব শিল্প কর্ম। গৌতমবাবুর বসত বাড়িটির আনাচেকানাচেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা। [caption id="attachment_2286" align="alignnone" width="1200"]গমের ওপর রঙ-তুলি দিয়ে ক্ষুদ্রতম সরস্বতী এঁকে নজির গড়লেন নবদ্বীপের অঙ্কন-শিল্পী! / নিজস্ব চিত্র গমের ওপর রঙ-তুলি দিয়ে ক্ষুদ্রতম সরস্বতী এঁকে নজির গড়লেন নবদ্বীপের অঙ্কন-শিল্পী! / নিজস্ব চিত্র[/caption] বিগত করোনা কালীন পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময় কাটানোর অছিলায় তিন দিনের অক্লান্ত পরিশ্রমে গমের দানার ওপর মা স্বরস্বতীর প্রতিকৃতিটি ফুটিয়ে তুলেছেন গৌতম বাবু। তবে এই প্রথম নয়! গত বছর কালীপুজোর আগেও একটি দেশলাইয়ের কাঠির উপর মা কালীর প্রতিকৃতি বানিয়ে খবরের শিরোনামে আসেন গৌতমবাবু। এছাড়াও মাটি ও রং এর সাহায্যে দেশলাইয়ের কাঠির ওপর তিনি গড়ে তুলেছেন শিব, গণেশ থেকে শুরু করে বিভিন্ন দেব দেবীদের বহু ক্ষুদ্র মূর্তি। [caption id="attachment_2287" align="alignnone" width="1200"]গমের ওপর রঙ-তুলি দিয়ে ক্ষুদ্রতম সরস্বতী এঁকে নজির গড়লেন নবদ্বীপের অঙ্কন-শিল্পী! / নিজস্ব চিত্র গমের ওপর রঙ-তুলি দিয়ে ক্ষুদ্রতম সরস্বতী এঁকে নজির গড়লেন নবদ্বীপের অঙ্কন-শিল্পী! / নিজস্ব চিত্র[/caption] তবে তাঁর এই শিল্পকলাকে পেশা হিসেবে নয় বরং সম্পূর্ণটাই নেশা হিসাবে দেখেন তিনি, একথাও জানিয়েছেন স্বয়ং গৌতম বাবু। সেই কারণে দেশ-বিদেশের কোনো এক্সিবিশনেই এখনও পর্যন্ত অংশগ্রহণ করেননি তিনি। ভবিষ্যতেও যে করবেন এমনটাও জানাননি তিনি। তবে তাঁর হাতের জাদুতে গড়ে তোলা অসাধারণ সব শিল্প কর্মে গৌতম বাবুর পরিবারের অন্যান্য সদস্যরাও বেশ খুশিই।গমের ওপর রঙ-তুলি দিয়ে ক্ষুদ্রতম সরস্বতী এঁকে নজির গড়লেন নবদ্বীপের অঙ্কন-শিল্পী!