শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

কিংবদন্তী কিশোরকুমারের জনপ্রিয় গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবক, ডাক এল বলিউডেও

০১:৩৭ পিএম, ফেব্রুয়ারি ৫, ২০২১

কিংবদন্তী কিশোরকুমারের জনপ্রিয় গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবক, ডাক এল বলিউডেও
সম্প্রতি কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল হলেন নাগাল্যান্ডের এক যুবক। ডাক পেলেন বলিউড থেকেও৷ তাঁর গলায় 'শিং নেই তবু নাম তার সিংহ, ডিম নেই তবু অশ্ব ডিম্ব' শুনে মেতে তামাম দুনিয়া৷ সুরেলা কন্ঠস্বর এবং নির্ভুল উচ্চারণে তিনি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছেন নাগাল্যান্ডের ডিমাপুরের সেই যুবক, এন কে নাগা। ১৯৫৮ সালের জনপ্রিয় ছবি 'লুকোচুরি' ছবির জনপ্রিয় গান 'শিং নেই...'। কিংবদন্তী সঙ্গীত শিল্পীর প্রতি অশেষ শ্রদ্ধায় গানটি গেয়ে তাঁকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলেন এন কে নাগা। এই একটি মাত্র গানের দৌলতেই বলিউডেও ডাক পেয়ে গেলেন তিনি। স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত সেই যুবক। তাঁর কথায়, "কিশোর দা আমার অনুপ্রেরণা। বাঙালিদের প্রতি আমার ভালোবাসা জানাতেই বাংলা গান গাইলাম।" ইদানীং ভাইরালের যুগে নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে লাখো লাখো কনটেন্ট। পাল্লা দিয়ে বাড়ছে লাইক-কমেন্ট-শেয়ারের ঝুলি। তারই মধ্যে নজর কাড়ছেন বেশ কিছু ব্যক্তিত্ব। যাদের প্রতিভায় মেতে থাকছেন আপামর নেটজনতা। সোশ্যাল মিডিয়ায় দৌলতেই তারা পাচ্ছেন নিজেদের প্রচার। আর সেই প্রচারের আলোয় ভর করেই উজ্জ্বল আগামীর দিকে এগিয়ে চলেছেন তারা। সম্প্রতি এন কে নাগা যেন তেমনই এক উদাহরণ। [embed]https://youtu.be/jzNNHRhJF44[/embed]