মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

‘দিদি’কে বাংলা জয়ের অভিনন্দন মোদীর! রাজ্যের পাশে থাকার আশ্বাস মমতাকে প্রধানমন্ত্রীর

০৯:৩৫ পিএম, মে ২, ২০২১

‘দিদি’কে বাংলা জয়ের অভিনন্দন মোদীর! রাজ্যের পাশে থাকার আশ্বাস মমতাকে প্রধানমন্ত্রীর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বাংলার একুশের বিধানসভা নির্বাচনের মহারণ আগেই শেষ হয়েছে। আজ ছিল সেই যুদ্ধে কে হারছে, কে জিতছে তার ফল ঘোষণা করার। আর ফল বলছে ২০০-র বেশি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার ক্ষমতা দখলের লড়াইয়ে শেষ হাসিটা হাসল ঘাসফুল শিবির।

এই নিয়ে তিনবার বাংলার বিধানসভা নির্বাচনে জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। আবারও ফিরছে বাংলায় মা-মাটি-সরকার। বাংলার মসনদে বসছেন মমতাই। তাই একথা বলাই যায় যে, বাস্তবে কোনোভাবেই মোদী-শাহের উচ্চাশা, ডেলি প্যাসেঞ্জারি, বাংলা দখলের লড়াইয়ে দিনের পর দিন এরাজ্যে কেন্দ্রীয় নেতৃত্বদের পরে থাকা, সবই ব্যর্থ। সবই জলে গেল।

এদিকে, আজ তৃণমূলের বিপুল জয়ের পর, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনরা। পাশাপাশি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাজনাথ সিং, নির্মলা সীতারমণও।

এবার খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতাকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন৷ ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, বাংলার মানুষের স্বপ্নপূরণে কেন্দ্রীয় সরকার রাজ্যকে সবরকমভাবে সহযোগিতা করবে৷ পাশাপাশি করোনা অতিমারির সংকট থেকে বেরিয়ে আসতেও রাজ্যের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি৷

উল্লেখ্য, বাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে মমতা এবং মোদী একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তবে ভোটের ফল প্রকাশ পেতেই, রাজনৈতিক সৌজন্য দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ট্যুইটারে তিনি লিখেছেন, ‘তৃণমূলের জয়ের জন্য মমতা দিদিকে অভিনন্দন। মানুষের প্রত্যাশা পূরণের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে সব রকমের সাহায্য করবে কেন্দ্র সরকার। করোনা অতিমারি বিরুদ্ধে লড়াইয়েও কেন্দ্র পাশে থাকবে৷’

https://twitter.com/narendramodi/status/1388855746448695299 https://twitter.com/narendramodi/status/1388856173906956292

এর পাশাপাশি রাজ্য বিধানসভায় বিজেপি-র শক্তি অনেকটা বৃদ্ধি পাওয়ার জন্যও বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি৷ সামান্য উপস্থিতির থেকে একলাফে বাংলায় দলের শক্তিবৃদ্ধির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী৷ তাঁর কথায়, 'বিজেপি বাংলার মানুষের সেবা চালিয়ে যাবে৷'