
বংনিউজ২৪x৭ বিনোদন ডেস্কঃ বিয়ের রেশ এক প্রকার কাটছেই না নব দম্পতির। তাই এখনও সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে তাদের মিষ্টি সব মুহূর্তের ছবি। সম্প্রতি নীল এবং তৃণার হলুদ তেলের কিছু ছবি উঠে এলো। নীল সেজেছেন হলুদ সাদায় এবং তৃণাও হলুদ সাদা একটি ল্যাহেঙ্গায়। সাথে ফুলের গয়নায় নিজেকে সাজিয়েছেন অভিনেত্রী। তাই সেই মিষ্টি সাজের ছবি নিজেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন তিনি। ছবি গুলি দেখেই মুগ্ধ ভক্তরা। একই ভাবে নীল তার পরিবারের সাথে হলুদ তেলের একটি ছবি শেয়ার করেছেন।
গায়ে হলুদ, বিয়ের ছবিগুলি এখন অতীত। সোশ্যাল মিডিয়ায় উঠে এলো নীল তৃণার গ্র্যান্ড রিসেপশন এর ছবি। অনুষ্ঠানে বসলো চাঁদের হাট। উঠে এলো অন্দরমহলের ভিডিও। ভালোবাসা দিবসে নীল তৃণার রিসেপশন পার্টি। দেখা গেলো একগুচ্ছ ঝাঁ চকচকে ছবি। মুঘল স্টাইলে রিসেপশনে সাজলেন নীল তৃণা। নীলের পরনে রেড ওয়াইন রঙের শেরওয়ানি এবং তৃণার পরনে একই রঙের ল্যাহেনগা। দুজনকে বেশ লাগছে এই সাজে।
অনুষ্ঠানে উপস্থিত ছিল টেলি এবং বড়ো পর্দার বহু তারকা। উপস্থিত ছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা। নব দম্পতির সাথে এক ফ্রেমে দেখা গেলো অঙ্কুশ ঐন্দ্রিলাকে। ছবিগুলি উঠে আসতেই নজর কাড়লো সকলের। প্রেম দিবসে সড়াম্বরে অনুষ্ঠিত হল নীল তৃণার গ্র্যান্ড রিসেপশন।