
বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এবার করোনা আক্রান্ত হলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এই খবর প্রকাশ্যে এনেছেন পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহায়ক ফয়সল সুলতান৷
উল্লেখ্য, পাকিস্তানে চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হয়েছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। অন্যান্য দেশের মতোই পাকিস্তানেও বয়স্কদের টিকাকরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাকিস্তানে এখনও পর্যন্ত ৬১৫৮১০জন করোনা আক্রান্ত হয়েছেন৷
PM Imran Khan has tested positive for Covid-19 and is self isolating at home
— Faisal Sultan (@fslsltn) March 20, 2021
এদিকে করোনা ভ্যাকসিন নেওয়ার দু’দিনের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দু’দিন আগে অর্থাৎ চলতি মাসের ১৮ তারিখ তিনি করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। চিনা করোনা ভ্যাকসিন সাইনোফার্ম নেন ইমরান৷ ১৮ মার্চ তিনি ভ্যাকসিনের প্রথম ডোজ নেন। ভ্যাকসিন নেওয়ার পর তিনি পাকিস্তানের মানুষের উদ্দেশে সচেতনতার বার্তাও দেন। ফের যাতে পাকিস্তানে করোনা ঢেউ আছড়ে না পড়ে, সেই বার্তা দেন পাক প্রধানমন্ত্রী৷
এই মুহূর্তে পাকিস্তানে চিনা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে৷ প্রায় ৫ লক্ষ সিনাফার্ম পাকিস্তানকে দিয়েছে চিন৷ অ্যাস্ট্রাজেনকার ভ্যাকসিনও পৌঁছবে কিছু দিনের মধ্যেই৷ এছাড়াও রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিকেও সম্মতি দিয়েছে পাক সরকার৷ এসবের মধ্যেই বড় ধাক্কা, করোনার আক্রান্ত হলেন পাক প্রধানমন্ত্রী নিজেই।
অন্যদিকে ভারতেও করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ইতিমধ্যেই। প্রতিদিন বাড়ছে করোনার সংক্রমণ। এর জেরে চিন্তিত প্রশাসন থেকে চিকিৎসকরাও। প্রধানমন্ত্রী সম্প্রতি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এ বিষয়ে ভার্চুয়াল বৈঠকও করেছেন। প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন। এখনই করোনা প্রতিরোধে কোমর বেঁধে নামতে হবে। আর দেরি করা যাবে না। করোনা সংক্রমণ রুখতে হবে। তা না হলে, তা দ্রুত গতিতে ফের গোটা দেশে ভয়াবহ আকার নেবে। কোভিড বিধি মেনে চলার জন্য জন গণকে সচেতন করার কথা বলেন। প্রধানমন্ত্রী কোভিড ভ্যাকসিনের যথাযথ ব্যবহারেরও নির্দেশ দেন। তিনি বলেন যে, ভ্যাকসিনের এক্সপায়ারি ডেট দেখে ভ্যাকসিন দিতে হবে। অপচয় করা যাবে না। এর সঙ্গে তিনি করোনা পরীক্ষা বাড়ানোরও নির্দেশ দিয়েছেন ভার্চুয়াল বৈঠকে।