বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪

পুজোর আগেই ফের এত টাকা বাড়ল গ্যাসের দাম! মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

০১:৩৪ পিএম, অক্টোবর ৬, ২০২১

পুজোর আগেই ফের এত টাকা বাড়ল গ্যাসের দাম! মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

দিনে দিনে চড়ছে গ্যাসের দাম। ফলে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের। এবার পুজোর আগে ফের বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম। ফলে আমজনতার দুর্ভোগ আরও বাড়ল। এবার কলকাতায় ১৪.২ কেজির রান্নার গ্যাসের (এলপিজি) দাম বাড়ল ১৫ টাকা। অর্থাৎ আজ থেকে সিলিন্ডার পিছু ৯২৬ টাকা খরচ করে রান্নার গ্যাস কিনতে হবে ক্রেতাদের।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে গত আট মাসে দফায় দফায় গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় ৩০০ টাকারও বেশি। এর আগে সেপ্টেম্বর মাসেও ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দামের ২৫ টাকা বেড়েছিল। ফলে কলকাতায় গ্যাসের ১৪.২ কেজি ভর্তুকিহীন সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ৯১১ টাকায়। এবার অক্টোবরের শুরুতেই ফের ১৫ টাকা বাড়ল গ্যাসের দাম।

[caption id="attachment_35141" align="alignnone" width="1280"]পুজোর আগেই ফের এত টাকা বাড়ল গ্যাসের দাম! মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ / প্রতীকী ছবি পুজোর আগেই ফের এত টাকা বাড়ল গ্যাসের দাম! মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ / প্রতীকী ছবি [/caption]

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দাবি, এলপিজি-র মূল উপাদান প্রোপেন, বুটেনের দাম দিনে দিনে বাড়ছে৷ তাই পাল্লা দিয়ে চড়ছে রান্নার গ্যাসের দাম। এদিকে তা নিয়ে মোদি সরকারের উপরও আঙুল উঠেছে। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের সুরাহার জন্য কেন্দ্র কেন ভর্তুকির পরিমাণ বাড়াচ্ছে না? তবে তা নিয়ে সরকারের তরফে মুখ খোলা হয়নি। শুধু গ্যাসের দামই নয়, একইসঙ্গে চড়ছে পেট্রোল-ডিজেলের দামও। ফলে পুজোর আগেই যে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ বেশ বাড়ল, তা বলাই যায়।