শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতা-মন্ত্রিরা

০৩:২৫ পিএম, ফেব্রুয়ারি ১৪, ২০২১

পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতা-মন্ত্রিরা
বংনিউজ২৪x৭ ডেস্কঃ আজ ১৪ ই ফেব্রুয়ারি। একদিকে ভালোবাসা দিবস অন্যদিকে দেশের এক অন্ধকার দিন। দু-বছর আগে ঘটে যাওয়া পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তি আজ। আর সেই কারণে আজ পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতা-মন্ত্রিরা। প্রসঙ্গত ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় বাহিনীদের কনভয়ে তে এক আত্মঘাতী জঙ্গি আইইডি বিস্ফোরণ ঘটায়। তার জেরে নিহত হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। এই ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তবে এই হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ায় ভারত। আর সেকারনে বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। https://twitter.com/AmitShah/status/1360800204660826112 আজ এই হামলার দ্বিতীয় বর্ষপূর্তি। তাই চেন্নায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানা। এবং তিনি বলেন, দেশের নিরাপত্তা বাহিনীদের জন্য ভারতবাসী গর্বিত। নিরাপত্তা বাহিনীদের সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যেতে সাহায্য করবে। এছাড়া অমিত শাহ ট্যুইট করে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ২০১৯ সালে আজকের দিনে পুলওয়ামা হামলায় যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতি তিনি মাথা নত করেছেন। https://twitter.com/RahulGandhi/status/1360782475337768960 অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী ট্যুইট করে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, নিহত জওয়ানদের পরিবারকে প্রনাম জানান। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ট্যুইট করে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমাদের দেশ কখনই তাঁদের দেশসেবা ও বলিদানকে ভুলবে না। https://twitter.com/rajnathsingh/status/1360795088654200835