শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

টালিগঞ্জে বামেদের তারকা প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষের ব্যক্তিগত সম্পত্তি কত জানেন? দেখে নিন একনজরে

০৬:১৩ পিএম, মার্চ ২১, ২০২১

টালিগঞ্জে বামেদের তারকা প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষের ব্যক্তিগত সম্পত্তি কত জানেন? দেখে নিন একনজরে

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এবারের বিধানসভা নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দলেই তারকা প্রার্থীর ছড়াছড়ি। পদ্ম, ঘাসফুল থেকে বাম শিবিরে প্রার্থী তালিকায় অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি দেখা গেছে। টালিগঞ্জে এবারের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার মনোনীত সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ৷

বাংলা অভিনয় জগতের বহু পুরনো মুখ অভিনেতা দেবদূত ঘোষ৷ বিশেষত ছোট পর্দার অতি জনপ্রিয় মুখ তিনি। নিজের অভিনয় দক্ষতার জোরে বাংলার দর্শকের মন জয় করে নিয়েছেন। এবারে নির্বাচনে তাঁর প্রতিপক্ষ একদিকে বিজেপি-র বাবুল সুপ্রিয় ঈবং অন্যদিকে তৃণমূলের প্রার্থী বর্তমান বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস৷

ইতিমধ্যেই নিজের মনোনয়ন জমা দিয়েছেন দেবদূত ঘোষ৷ নির্বাচনের প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময়ই স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব দেখাতে হয়। দেবদূত ঘোষও দেখিয়েছেন তাঁর সম্পত্তির পরিমাণ। এবার একনজরে দেখে নেওয়া যাক, সংযুক্ত মোর্চার মনোনীত সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষের সম্পত্তির পরিমাণ।

তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে নগদ তিন হাজার টাকা৷ আর তাঁর স্ত্রী রাজশ্রী ঘোষের হাতে রয়েছে চার হাজার টাকা।শুরু থেকেই বাম মনোভাবাপন্ন হিসেবে পরিচিত দেবদূতের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২১,২৬,৩৮৯.৬৫ টাকা৷ আর তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪,০৪,৯১২ টাকা৷

অস্থাবর সম্পত্তির মধ্যে দেবদূতের একটি মারুতি অল্টো গাড়ি রয়েছে৷ অন্যদিকে, তাঁর স্ত্রীর একটি গাড়ি রয়েছে৷ হলফনামায় অভিনেতা দেবদূত ঘোষ জানিয়েছেন, তাঁর নিজের নামে কোনও জমি নেই, শুধু তাই নয়, কোনও বাড়ির বা ফ্ল্যাটেরও মালিক নন তিনি৷

যদিও তাঁর স্ত্রীর নামে কসবায় একটি ৭০২ বর্গ ফুটের ফ্ল্যাট রয়েছে৷ যার বর্তমান বাজার মূল্য ৪৫ লক্ষ টাকা৷ অভিনেতা ২০১৯-২০ সালে তাঁর মোট আয় দেখিয়েছেন ৭,২৬,৪১০ টাকা৷ দেবদূত ঘোষের হলফনামা অনুযায়ী, তিনি ১৯৯৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাশ করেছেন৷ এছাড়া হলফনামা অনুযায়ী, দেবদূত ঘোষ নিজের পেশা হিসেবে অভিনয় এবং নির্দেশনাকে উল্লেখ করেছেন৷ অন্যদিকে তাঁর স্ত্রী পেশায় একজন স্কুল শিক্ষিকা৷