শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ঋষভ পন্থকে পেরিয়ে গেলেন বাবর আজম! কত স্থানে রয়েছেন তিনি?

১২:০৪ পিএম, আগস্ট ২৬, ২০২১

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ঋষভ পন্থকে পেরিয়ে গেলেন বাবর আজম! কত স্থানে রয়েছেন তিনি?

গত অস্ট্রেলিয়া সিরিজে দারুণ ফর্মে দেখা গিয়েছিল ভারতের তারিকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে। কিন্তু চলতি ইংল্যান্ড সফরে তিনি যেন কিছুটা ব্যাকফুটে। নিজের সেই চেনা ছন্দে দেখা যাচ্ছে না তাঁকে। ব্যাটেও চলছে রানের খরা। এবার তার প্রভাব পড়ল আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়েও। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট চলাকালীন টেস্ট ব়্যাঙ্কিংয়ের যে তালিকা প্রকাশ করেছে আইসিসি, সেখানে দেখা গেল ঋষভ পন্থকে ছাপিয়ে এগিয়ে গিয়েছেন পাকিস্তানের বাবর আজম। বর্তমানে বাবর রয়েছেন ৭ নম্বর স্থানে। ঋষভের স্থান ৮-এ।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সঙ্গেই চলছে ওয়েস্টইন্ডিজ-পাকিস্তান টেস্ট সিরিজ। সেখানে দারুন পারফরম্যান্সের জোরেই ৭৪৯ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ উঠে সাত নম্বরে পৌঁছে যান পাকিস্তানের অধিনায়ক তথা তারকা ব্যাটসম্যান বাবর৷ অন্যদিকে, তালিকায় ঋষভের পয়েন্ট ৭৩৬। তিনি এক ধাপ নেমে ৮ নম্বরে এসে পৌঁছেছেন। আপাতত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে বিরাজ করছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সদ্য সমাপ্ত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। তাঁর দল নিউজিল্যান্ডও টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতে। তার-ই জেরে ৯০১ পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যান তালিকার ১ নম্বরে উঠে আসেন উইলিয়ামসন।

আইসিসি টেস্ট ব্যাটসম্যানের সেরার তালিকায় ঋষভ পন্থ ছাড়াও প্রথম দশে রয়েছেন আরও দুই ভারতীয়। তালিকায় ভারত অধিনায়ক বিরাট কোহলি ৭৭৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ও রোহিত শর্মা ৭৭৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট ড্র করে বাবর আজমের সঙ্গেই আইসিসি ব়্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছেন পাক-ব্যাটসম্যান ফাওয়াদ আলম ও পেস বোলার শাহিন আফ্রিদিও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২৪ রানের অপরাজিত ইনিংসের জেরে ৩৪ নম্বর থেকে ২১ নম্বর স্থানে উঠে এসেছেন ফাওয়াদ। শাহিন আবার বোলারদের তালিকায় ঢুকে পড়েছেন প্রথম দশে৷ আগে ২২ নম্বরে থাকলেও আপাতত ৭৮৩ পয়েন্ট নিয়ে ৮ নম্বর স্থানে রয়েছেন শাহিন আফ্রিদি। বোলারদের তালিকায় ৮৪৮ পয়েন্ট নিয়ে ভারতের রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন দ্বিতীয় স্থানে। ৯০৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।