শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

IPL-এও অনন্য রোহিত শর্মা! প্রথম ভারতীয় হিসাবে 'হিটম্যান' গড়লেন এই অভাবনীয় রেকর্ড

০৯:৩০ পিএম, অক্টোবর ৬, ২০২১

IPL-এও অনন্য রোহিত শর্মা! প্রথম ভারতীয় হিসাবে 'হিটম্যান' গড়লেন এই অভাবনীয় রেকর্ড

আইপিএলেও অনন্য ছন্দে রোহিত 'হিটম্যান' শর্মা। আমিরশাহীতে ব্যাট হাতে পরিচিত বিস্ফোরক মেজাজে দেখা না গেলেও, ওপেনিংয়ে নেমে বরাবর দলকে ভরসা যোগাচ্ছেন তিনি। শুধু তাই নয়, গড়ছেন একাধিক চমকে দেওয়ার মতো রেকর্ডও। মঙ্গলবারও, আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলে এমনই আরেক অভাবনীয় রেকর্ডে নাম তুলে ফেললেন হিটম্যান।

মঙ্গলবার রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে ফের প্লে-অফের দৌড়ে নিজেদের জায়গা মজবুত করে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। আর এই ম্যাচেই নিজের টি-২০ কেরিয়ারের এক দুর্দান্ত কৃতিত্বের অধিকারী হলেন হিটম্যান। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টি-২০ ক্রিকেটে ৪০০টি ছয় মারার নজির গড়লেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে শ্রেয়স গোপালের প্রথম ওভারেই ছয় মেরে রোহিত কুড়ি ওভারের ক্রিকেটে ৪০০ ছক্কার মাইলস্টোন স্পর্শ করেন।

ভারতের হয়ে ইতিমধ্যেই ১৩৩টি ছয় মেরেছেন রোহিত। আইপিএলে তাঁর নামের পাশে রয়েছে ২২৭টি ছক্কা। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্টে ১৬টি ও বাকি ২৪টি ছয় ১৪ বছরের টি-২০ কেরিয়ারে বিভিন্ন প্রতিযোগিতা থেকে এসেছে তাঁর৷ রাজস্থানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১৩ বলে ২২ রানের ইনিংস খেলে আউট হয়ে ফিরে গেলেও ততক্ষণে রেকর্ডে নামও লিখিয়ে নেন ভারতের এই তারকা ওপেনার।

https://www.instagram.com/p/CUpz6uesYQW/?utm_medium=copy_link

উল্লেখ্য, টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার নজির রয়েছে ক্রিস্টোফার হেনরি গেইল ওরফে ক্রিস গেইলের। কুড়ি ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রানও রয়েছে ইউনিভার্স বসের ঝুলিতে। টি-২০তে ১০৪২টি ছক্কার রেকর্ড গড়েছেন গেইল। দুয়ে রয়েছেন কায়রন পোলার্ড৷ তাঁর নামে রয়েছে ৭৫৮টি ছক্কা। এরপর তিনে আন্দ্রে রাসেল (৫১০), চারে ব্র্যান্ডন ম্যাকালাম (৪৮৫), পাঁচে শেন ওয়াটসন (৪৬৭), ছয়ে এবি ডিভিলিয়ার্স (৪৩৪)-এর পর সাতে রয়েছেন ভারতের রোহিত শর্মা। তিনিই প্রথম ভারতীয় ব্যাটার যিনি কুড়ি ওভারের ক্রিকেটে ৪০০ ছয়ের গণ্ডী পেরোলেন।