শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

হাতে আর একদিন তারপরেই কোজাগরী লক্ষ্মীপুজো! কি কি করবেন না দেখে নিন এক নজরে

০৮:৩৪ পিএম, অক্টোবর ১৮, ২০২১

হাতে আর একদিন তারপরেই কোজাগরী লক্ষ্মীপুজো! কি কি করবেন না দেখে নিন এক নজরে
চারিদিকে এখন বিষাদের সুর। মায়ের বিদায় কালে সকলের মনই আবেগপ্রবণ। আবার গোটা একটা বছরের অপেক্ষা। পুজোর চারটে দিন জমিয়ে ঘোরা, খাওয়া দাওয়া আড্ডা সব কিছুই মনের ডাইরিতে লিখে দেওয়ার মত। সেলেব মহলেও তার অন্যথা হয়নি। সকলেই মেতে ওঠেন পুজোর আমেজে। চারটে দিন চার রকম সাজ, নানা প্ল্যানিং আর বিদায় বেলায় সিঁদুর খেলা প্রত্যেকটি অনুষ্ঠান বাঙালিদের কাছে অতি প্রিয়। শুধু বাঙালি নয় গোটা দেশ উচ্ছসিত হয় মায়ের এই আগমনে। বছরে এই চারটে দিনই বন্ধুদের সঙ্গে প্রাণ খুলে বাঁচার দিন। তবে দুঃখ পাওয়ার কোনও কারণ নেই। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর তাই দুর্গা দেবীর গমনের পরই হবে লক্ষ্মীর আগমন। হাতে আর কদিন আর তারপরই পালিত হবে কোজাগরী লক্ষ্মী পুজো। কথায় আছে লক্ষ্মী শান্তির দেবী, ধনসম্পত্তি অক্ষুণ্ণ রাখার দেবী, ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি রাখার দেবী। তাই তার আরাধনায় রয়েছে বিশেষ নিয়ম। আসুন জেনে নেওয়া যাক কি কি করা যাবে এবং কি কি করণীয় নয় এই লক্ষ্মী পুজোয়। লক্ষ্মী পুজোয় সাদা ফুল ব্যবহার করা উচিত নয়। মা লক্ষ্মীর জন্য হলুদ অথবা গোলাপী ফুল ব্যবহার করতে হবে। পাশাপাশি তুলসী পাতা দেওয়া যাবে না। তুলসির সঙ্গে শালগ্রাম শিলার বিয়ে হয়। আর শালগ্রাম শীলা হল নারায়নের প্রতিভূ। আর নারায়ণ লক্ষ্মীর স্বামী তাই তুলসি পাতা ব্যবহার করা যায়না। তাছাড়াও আসন এর রঙ যেনো সাদা অথবা কালো না হয়। পাশাপাশি লক্ষ্মী পুজোয় কাসর ঘণ্টা ইত্যাদি বাদ্য যেনো বাজানো না হয়। কারণ লক্ষ্মী ঠাকুর শান্তির দেবী। পাশাপাশি লক্ষ্মী আরাধনায় কালো পোশাক পরে পুজো করা যাবে না।