শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সুখবর! ভারতীয় স্টেট ব্যাংকে জনধন অ্যাকাউন্ট আছে আপনার? থাকলে ২ লক্ষ টাকা পর্যন্ত এই বিশেষ সুবিধা দিচ্ছে SBI, রইল বিস্তারিত

১০:৪৭ এএম, ফেব্রুয়ারি ১২, ২০২১

সুখবর! ভারতীয় স্টেট ব্যাংকে জনধন অ্যাকাউন্ট আছে আপনার? থাকলে ২ লক্ষ টাকা পর্যন্ত এই বিশেষ সুবিধা দিচ্ছে SBI, রইল বিস্তারিত
বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় সরকার দেশের প্রত্যেক পরিবারের কমপক্ষে একজনেরও যাতে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেই লক্ষ্য সামনে রেখে, জনধন প্রকল্প চালু করেছিল। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের চালু করা এই প্রকল্পে জনধন অ্যাকাউন্টের ৫৩ শতাংশ মহিলাদের। এদের মধ্যে আবার ৫৯ শতাংশ গ্রামীণ বা আধা-শহর এলাকার বাসিন্দা। এবার এই জনধন অ্যাকাউন্ট যাঁদের আছে, ভারতীয় স্টেট ব্যাংকের পক্ষ থেকে তাঁদের জন্য রয়েছে সুখবর। কারণ গ্রাহকদের জন্য এক বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছে দেশের বৃহত্তম এই ব্যাংক। সম্প্রতি SBI-এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে পুরো বিষয়টি জানানো হয়েছে। গ্রাহকদের উদ্দেশ্যে তাঁরা জানিয়েছেন যে, এসবিআই রুপে (SBI RuPay ) Jan Dhan Card-এর আবেদন করলে ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমার সুযোগ পাওয়া যাবে। তবে, এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটা শর্ত পূরণ করতে হবে গ্রাহকদের। আর তা হল, প্রতি ৯০ দিনের মধ্যে অন্তত এক বার এই কার্ড সোয়াইপ করাতে হবে। তা না হলে, বিমার এই সুবিধা পাওয়া যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রে প্রথমবার ক্ষমতা দখলের পরে জনধন যোজনা চালু করে নরেন্দ্র মোদী সরকার। ২০১৯-এর লোকসভা ভোটে মোদী সরকারের প্রচারের অন্যতম হাতিয়ার জনধন অ্যাকাউন্ট। 'জিরো ব্যাল্যান্স, জিরো চার্জ'-এর এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেশের গরীব ও প্রান্তিক মানুষরাও ব্যাংকিং ব্যবস্থায় ঢুকেছেন বলে দাবি কেন্দ্রের মোদী সরকারের। ১০ বছর বা তার বেশি বয়সী যে কোনও ভারতীয় নাগরিক জনধন অ্যাকাউন্ট খুলতে পারেন। জনধন অ্যাকাউন্ট খোলার জন্য কোনও চার্জ দিতে হয় না।