শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আঁটোসাঁটো নিরাপত্তা নিয়ে পুরভোট করাতে প্রস্তুত কমিশন

০৮:৩৮ এএম, ডিসেম্বর ৮, ২০২১

আঁটোসাঁটো নিরাপত্তা নিয়ে পুরভোট করাতে প্রস্তুত কমিশন

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হলেও কলকাতা পুরসভার ভোটে কোনও রকম নিরাপত্তার গাফিলতি রাখা হচ্ছে না। রাজ্য নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি খারিজ করে দেওয়া হলেও অন্যান্য কি কি ব্যবস্থা রাখা হবে সেই বিষয়টি নিয়ে স্পষ্টই বার্তা দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে খবর, কলকাতা পুরভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোতায়েন করা হবে ২৩ হাজার পুলিশ। ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে অন্তত দু'জন সশস্ত্র পুলিশ। ২৫% বুথে থাকবে ভিডিওগ্রাফি অথবা সিসিটিভির ব্যবস্থা। ২৮৬টি সেক্টরে সশস্ত্র পুলিশ বাহিনী, ৭২টি আরটি মোবাইল ভ্যান থাকবে। কলকাতা পুরভোটে তৈরি রয়েছে ৩৫টি রেডিও ফ্লায়িং স্কোয়াড। পাশাপাশি রয়েছে ৭৮টি ক্যুইক রেসপন্স টিম।

অন্যদিকে, ভোট কর্মীদের শীতকালীন ভাতা দেবে বলে ঠিক করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, শীতকালীন ভাতা হিসেবে ভোট কর্মীদের ২৫০ টাকা করে দেওয়া হবে। তবে শুধুমাত্র কলকাতা পুরসভার ভোট এর জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে। ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্ত থাকবে না।